সেন্ট লুসিয়ায় বৃষ্টিতে ভেসে গেছে চতুর্থ দিনের প্রথম সেশন
২৭ জুন ২০২২ ২২:২১ | আপডেট: ২৮ জুন ২০২২ ০১:৫০
সেন্ট লুসিয়ায় বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন ভেসে গেছে। মধ্যাহ্ন বিরতির আগে মাঠে গড়াতে পারেনি একটি বলও। স্থানীয় সময় দুপুর ১টায় মাঠ পর্যবেক্ষণ করে খেলা শুরুর নতুন সময় জানানোর ঘোষণা দিয়েছে ম্যাচ পরিচালকরা।
আজ সকাল থেকেই নামা বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। সূর্যের দেখা মেলেনি এখনো, তবে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে সুপারসপার, ব্লোয়ার নিয়ে ব্যস্ত দেখা গেছে গ্রাউন্ডসম্যানদের।
সেন্ট লুসিয়ার স্থানীয় সময় সকাল ১১ টা ৩০ মিনিটে অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আম্পায়াররা পর্যবেক্ষণ করে জানিয়েছেন মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। আর তাই তখনই লাঞ্চের ঘোষণা দেয় আম্পায়াররা।
এতেই ভেসে যায় সেন্ট লুসিয়ার প্রথম সেশন। বৃষ্টির হানায় তৃতীয় দিনেও খেলা ঠিকমতো মাঠে গড়াতে পারেনি। গতকাল মাত্র ৫৬.৩ ওভার খেলা হয়।
দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩২ রান। ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিং করাতে আরও ৪২ রান প্রয়োজন তাদের।
নুরুল হাসানের সঙ্গে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে এমন একটা অবস্থা থেকেই ইনিংস পরাজয় এড়িয়েছিল বাংলাদেশ। তবে সেবার নুরুলের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।
সারাবাংলা/এসএস