Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রথম সেশনে অলআউট করে দেওয়া হবে তৃপ্তির’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১১:৪৪ | আপডেট: ২৭ জুন ২০২২ ১১:৪৬

সেন্ট লুসিয়া টেস্টের ভাগ্য কালই অনেকটা নির্ধারিত হয়ে গেছে। টেস্ট জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন মাত্র ৪ উইকেট। অপর দিকে ইনিংস হার এড়াতে হলেও বাংলাদেশকে করতে হবে আরও ৪২ রান। টেস্টের দুই দিনের খেলা এখনো বাকি। এদিকে, তৃতীয় দিনের খেলা শেষে কেমার রোচ বললেন, চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার ইচ্ছা স্বাগতিকদের।

রোচের জন্য কালকের দিনটা ছিল বিশেষ। ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন কাল। ২০০৯ সালে সাকিব আল হাসানকে আউট করে টেস্টের প্রথম উইকেটের স্বাদ পেয়েছিলেন। কাল তামিম ইকবালকে আউট করে পেলেন ২৫০তম উইকেট।

বিজ্ঞাপন

মাইলফলকে পৌঁছার দিনে কাল রোচই বাংলাদেশের আসল সর্বনাশটা করেছেন। মাত্র ৩২ রান খরচায় তুলে নিয়েছেন তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও এনামুল হক বিজয়ের উইকেট। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৩২ রান বাংলাদেশের।

অ্যান্টিগায় বাংলাদেশকে সহজেই হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় দ্রুত ‘কাজ শেষ করে’ ব্যবধান ২-০ করার অপেক্ষা ক্যারিবিয়ানদের।

তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কেমার রোচ বলছিলেন, ‘ছেলেরা ভালোভাবে সব বাস্তবায়ন করেছে, আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। এখন কাল এসে কাজ শেষ করার পালা। প্রথম সেশনে ওদের অলআউট করে দেওয়া—এটিই সবচেয়ে তৃপ্তির হবে।’

সেন্ট লুসিয়ার উইকেট বেশ ব্যাটিং সহায়ক।  সেখানেও বাংলাদেশি ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছেন ক্যারিবিয়ান পেসাররা তাতে বড্ডই তৃপ্ত রোচ। বলেছেন, ‘ভালো শুরু ছিল। তাদের ব্যাটসম্যান টপ অর্ডার নির্ভরশীল, মানে প্রথম ছয়জনকে ঘিরেই ওদের ব্যাটিং অর্ডার। যেভাবে বোলিং করেছে আমাদের সবাই, বেশ ভালো একটা ব্যাটিং উইকেটে, তাতে খুশি আমি। তরুণদের নিয়ে গর্বিত আমি। ভবিষ্যতের জন্য খুবই ভালো ইঙ্গিত এটা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

কেমার রোচ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর