বৃষ্টি শেষে খেলা গড়াতেই মায়ার্সকে ফেরালেন খালেদ
২৬ জুন ২০২২ ২২:৫৯ | আপডেট: ২৬ জুন ২০২২ ২৩:৪৪
সেইন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে খেলা শুরু হয়ে মাত্র ১০ ওভার গড়ানোর পরেই বৃষ্টির হানা। আর তাতেই প্রায় ২ ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। এর মধ্যেই মধ্যাহ্ন বিরতি পেরিয়ে যায়। থেমেছে বৃষ্টি আর তাতেই মধ্যাহ্ন বিরতির পর খেলা আবারও গড়িয়েছে মাঠে।
উইন্ডিজ স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়। আরও জানানো হয় বিকাল ৩টা ১০ মিনিটে নেওয়া হবে চা-বিরতি। আর খেলা চলবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত।
মধ্যাহ্ন বিরতির পর মাঠে ফেরার পরপরই কাইল মায়ার্সকে ফিরিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই ১৪৬ রান করা মায়ার্সকে তুলে নিয়েছেন খালেদ আহমেদ। ফুলার লেন্থে করা স্লোয়ার ডেলিভারিটা অন সাইডে ফ্লিক করেন মায়ার্স। তবে বল কিছুটা উপরে উঠে যা আর শরিফুল দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন। এতেই দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে মায়ার্সের।
ক্যারিয়ারের দুই সেঞ্চুরির মধ্যে দুটিই বাংলাদেশের বিপক্ষে হাঁকানো মায়ার্স ফেরেন ২০৮ বলে ১৪৬ রান করে।
এই রিপোর্ট লেখা অবধি উইন্ডিজের সংগ্রহ ১১৯ ওভারে ৮ উইকেটে ৩৮৪ রান। স্বাগতিকরা লিড নিয়েছে ১৫০ রানের। কেমার রোচ ৯ আর অ্যান্ডারসন ফিলিপ ০ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস