সেইন্ট লুসিয়ায় বৃষ্টিতে খেলা বন্ধ
২৬ জুন ২০২২ ২০:৫৬ | আপডেট: ২৬ জুন ২০২২ ২২:৫৯
সেইন্ট লুসিয়ায় বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলায় বিঘ্ন ঘটেছে। দিনের খেলা ঠিকমত শুরু হলেও মাত্র ১০ ওভার গড়াতেই বৃষ্টির হানায় খেলা আপাতত বন্ধ রয়েছে। যদিও বৃষ্টি আসার আগেই ওয়েস্ট ইন্ডিজের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা অবধি ১১৬ ওভারে ৭ উইকেটে ৩৭৬ রান তুলেছে স্বাগতিকরা।
দিনের খেলা শুরুর আগে উইকেট ঢাকা ছিল। বৃষ্টির কারণে আগেই ঢেকে রাখা হয়েছিল পিচ। যদিও নির্ধারিত সময়েই খেলা মাঠে গড়ায়। আর খেলা গড়ানোর পরপরই স্বস্তি বাংলাদেশ দলে। দিনের দ্বিতীয় ওভারে বল হাতে এসে জশুয়া ডা সিলভাকে তুলে নেন মেহেদি হাসান মিরাজ। ১০৮তম ভোয়ারের পঞ্চম বলে জশুয়াকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। এতেই ১১৫ বলে ২৯ রান করে ফেরেন জশুয়া। উইন্ডিজ ৩৪৪ রানে হারায় নিজেদের ষষ্ঠ উইকেট।
এরপর দ্রুত রান তোলার দিকে নজর দেয় উইন্ডিজ। তবে দ্রুত রান তুলতে গিয়ে আলজারি জোসেপকে হারায় স্বাগতিকরা। দারুণ বোলিং করা খালেদ আহমেদ তুলে নেন নিজের তৃতীয় উইকেট। ১১১তম ওভারের পঞ্চম বলটি মিডউইকেটে থাকা লিটন দাসের তালুবন্দি হন আলজারি জোসেপ। এতেই ৩৬৩ রানে ৭ম উইকেট হারায় উইন্ডিজ। জোসেপ ৯ বলে ৬ রান করে ফেরেন।
এরপর পাঁচ ওভার যেতে না যেতেই বৃষ্টির হানা। এতেই বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি আসার আগে ১১৬ ওভারে ৭ উইকেটে উইন্ডিজের সংগ্রহ ৩৭৬ রান। মায়ার্স ১৪০ আর রোচ ৭ রানে অপরাজিত আছেন। উইন্ডিজের লিড দাঁড়িয়েছে ১৪২ রানে।
এর আগে দ্বিতীয় দিনে ৫ উইকেটে ৩৪০ রান তুলে শেষ করেছিল উইন্ডিজ। কাইল মায়ার্স ১২৬ আর জশুয়া ডা সিলভা ২৬ রানে অপরাজিত ছিলেন। উইন্ডিজ লিডে ছিল ১০৬ রানের।
সারাবাংলা/এসএস