ব্যাটিং-বোলিং নিয়ে চরম হতাশ ডমিঙ্গো
২৬ জুন ২০২২ ১২:০২ | আপডেট: ২৬ জুন ২০২২ ১২:০৬
অ্যান্টিগায় বাংলাদেশকে সহজেই হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়া টেস্টেও পরিস্কার ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা। বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দিয়ে ৫ উইকেটে ৩৪০ রান তুলে ফেলেছেন স্বাগতিকরা। ইতোমধ্যেই লিড দাঁড়িয়েছে ১০৬। হাতে এখনো পাঁচ উইকেট বলে লিডটা বেড়ে অনেকদূর যাওয়ার সম্ভবনা। তবে একটা সময় ম্যাচে ভালোভাবেই ছিল বাংলাদেশ।
দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে ১৩৭ রানে প্রতিপক্ষের চার উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। মনে হচ্ছিল সাকিব আল হাসানের দল লিডও পেতে পারে। কিন্তু তারপরই একদিকে দাঁড়িয়ে গেলের কাইল মায়ার্শ, জার্মেইন ব্লাকউডরা অন্যদিকে বাংলাদেশি বোলাররাও যেন অধৈর্য হয়ে পড়লেন!
নিয়মিত আলগা ডেলিভারি ছেড়ে প্রতিপক্ষকে রান তোলার সুযোগ করে দিয়েছেন। দিনের প্রথম সেশনে ক্যারিবিয়ানদের ওপরে যেভাবে চাপ ধরে রাখতে পেরেছিল বাংলাদেশ পরের দুই সেশনের চিত্রটা তার পুরোপুরি উল্টো। স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলন ডমিঙ্গো বলেন, ‘এই মুহূর্তে গল্পটা টেস্ট ক্রিকেটের মতো। একটা সেশন ভালো গেছে আমাদের, আরেক সেশন খুবই বাজে। হয়তো ছেলেরা অধৈর্য হয়ে গিয়েছিল। টানা যথেষ্ট পরিমাণে আঁটসাঁট বোলিং করার মাধ্যমে আমরা ওদেরকে চাপে ফেলতে পারিনি। প্রথম সেশনে সেটা পেরেছিলাম। খুবই হতাশার এটি।’
পরের দুই সেশনে ধৈর্যের অভাব দেখছেন ডমিঙ্গো। বলেন, ‘লাগামছাড়া বোলিংয়ে কী ধরনের ভুল করেছে শিষ্যরা সেটারও ব্যাখ্যা দেন বাংলাদেশের প্রধান কোচ, ‘প্রথম সেশনে আমরা অসাধারণ বোলিং করেছি। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর সেটা ধরে রাখতে পারিনি। উইকেটের জন্য বোলিং করতে গিয়ে কিছু আলগা বল করেছি। যখন ওভার দ্য উইকেট করার কথা, তখন রাউন্ড দ্য উইকেট করেছি। যথেষ্ট পরিমাণে ধৈর্য না ধরে মৌলিক কিছু ভুল করেছি।’
ম্যাচে বাংলাদেশ প্রথমে ভুগেছে ব্যাটিংয়ে। ২ উইকেটে ১০৫ রান তুললেও পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৩৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
বাকিদের ব্যর্থতার মধ্যে তামিম ইকবাল ও লিটন দাস ভালো ব্যাটিং করেছেন প্রথম ইনিংসে। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ দুজনই। ডমিঙ্গো দোষ দিচ্ছেন ব্যাটিংকেও, ‘ব্যাটিং ও বোলিং নিয়ে কঠিন প্রশ্ন তোলার আছে। কারণ এটা ২৩০ এর উইকেট না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেনো ওরা এই সংস্করণে আমাদের চেয়ে ভালো দল। ওদের একজন একশ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কী করা উচিত।’
সারাবাংলা/এসএইচএস