Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টের দ্বিতীয় দিনে চোখ বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২২ ১২:১৭ | আপডেট: ২৫ জুন ২০২২ ১২:২২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে দারুণ শুরু পেলেও সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। হঠাৎ ব্যাটিং ধসে ২৩৪ রানেই গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। অপর দিকে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ দশ উইকেট হাতে রেখে ১৬৭ রান পিছিয়ে স্বাগতিকরা। নিশ্চয় প্রথম দিন শেষে এগিয়ে ক্যারিবিয়ানরা।

দিন শেষে তামিম ইকবাল সেটা স্বীকারও করলেন। তামিম বললেন, টেস্টের দ্বিতীয় দিনে চোখ বাংলাদেশের। দ্বিতীয় দিনে রান কম দিয়ে দ্রুত উইকেট তুলে নিতে চায় বাংলাদেশ, বললেন তামিম।

বিজ্ঞাপন

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘ওদের উইকেট পড়েনি, তাই দিনটা ওদেরই। ২টি উইকেট নিলে হয়তো সমান থাকতাম। তবে এখন তাঁরা এগিয়ে আছে নিশ্চিতভাবেই। নির্ভর করছে আমরা কাল কেমন শুরু করি।’

টেস্টের দ্বিতীয় দিনের শুরুর সেশনটা গুরুত্বপূর্ণ মনে করছেন তামিম, ‘আগামীকাল সকালের সেশনটা গুরুত্বপূর্ণ। উইকেট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ধৈর্যের খেলা খেলতে হবে। রান কম দিয়ে যত দ্রুত উইকেট নেওয়ায় সম্ভব হয় আর কি। দেখতে হবে কাল উইকেট কেমন আচরণ করে। সূর্যের তাপে যদি ফাটল আরও বড় হয়ে যায়… আমরা চাচ্ছি যেন ভালো আচরণ না করে। এটা এমন উইকেট না যেখানে এসে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে ধৈর্যের খেলাটা খেলতে হবে। ওদের যদি দেখেন, শুরুতে আক্রমণ করেছে। কিন্তু পরে রান শুকিয়ে উইকেট নেওয়া চেষ্টা করেছে। আমাদেরও সেটা করতে হবে।’

বাংলাদেশকে ২৩৪ রানে গুটিয়ে দেওয়ার পর কাল প্রথম দিনের শেষ বিকেলে দ্রুত রান তুলতে চেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পাবেল শুরু থেকেই ছিলেন আক্রমনাত্বক। বরাবর ধীর গতির ব্যাটিং করে পরিচিত অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটও কাল ছিলেন বেশ আক্রমনাত্বক। প্রথম দিন দুই ওপেনার ৪.১৮ গড়ে রান তুলেছেন।

বিজ্ঞাপন

অবশ্য এতে বাংলাদেশি বোলারদেরও দায় আছে। উইকেটেও প্রত্যাশায় প্রচুর আলগা ডেলিভারি করেছেন বাংলাদেশি বোলাররা। তারই সুযোগটা নিয়েছে প্রতিপক্ষের দুই ওপেনার।

তামিম বলছেন, শেষ বিকেলে বেশি রান খরচ করে ফেলেছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। তিনি বলেন, ‘বোলিংয়ে ২৫-৩০ রান আরও কম দিতাম, তাহলে ভালো হতো। কারণ ওরা যে ধরনের ব্যাটিং করে সাধারণত, সেটা এত দ্রুত না। আমার কাছে মনে হয় ২০-২৫ রান বেশি দিয়ে দিয়েছি।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর