Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ো ব্যাটিংয়ে দিন শেষ করল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২২ ০৩:৪৬ | আপডেট: ২৫ জুন ২০২২ ০৩:৪৭

সেইন্ট লুসিয়া টেস্টে বল হাতে দুর্দান্ত পারফর্ম করার পর ঝড়ো ব্যাটিং দিয়ে দিন শেষ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথম ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ ২৩৪ রানে অলআউট করে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে স্বাগতিকরা।

বাংলাদেশকে ২৩৪ রানে থামিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আর শুরু থেকেই টাইগার বোলার ওপর চড়াও দুই ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্পবেল। প্রথম দিনে ১৬ ওভার ব্যাট করার সুযোগ পায় উইন্ডিজ। আর এতেই ৪.১৯ ইকোনমি রেটে রান তোলে তারা। এতেই দিন শেষে ৬৭ রান দাঁড়ায় ক্যারিবীয়দের স্কোরবোর্ডে।

বিজ্ঞাপন

ব্র্যাথওয়েট ৫৫ বলে ৪টি চারে ৩০ আর জন ক্যাম্পবেল ৪১ বলে ৫টি চারে ৩২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের চেয়ে ১৬৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

লিটনের ফিফটিতে ২৩৪ রানে থামল বাংলাদেশ

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ দ্বিতীয় ইনিংস দ্বিতীয় টেস্ট প্রথম দিন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর