জয়ের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি
২৪ জুন ২০২২ ২১:১৩ | আপডেট: ২৪ জুন ২০২২ ২২:২০
ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলটি অভিষিক্ত ফিলিপ ফুলার লেন্থে ফেলেছিলেন। অফ স্ট্যাম্পের বাইরের বল পা বাড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে জয়ের ব্যাট বিট করে বল গিয়ে আঘাত হানে স্ট্যাম্পে। এতেই শেষ হয় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৩১ বলে ১০ রান করে ফেরেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশ ৪১ রানে হারায় নিজেদের প্রথম উইকেট।
এর আগে দুইবার রিভিউ নিয়ে বেঁচেছিলেন জয়। ৭ম ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে পর পর দুইবার এলবিডাব্লিউ হয়েছিলেন এই ওপেনার। তবে দুইবার বেঁচে যান রিভিউ নিয়ে। প্রথমবার ওভারের চতুর্থ বলটি জয়ে পা মিডিল স্ট্যাম্প বরাবর থাকলেও রিভিউতে দেখা মেলে বল উইকেটের উপর দিয়ে বেরিয়ে যায়। পরের বলে আবারও সোজা বলের লাইন মিস করে পায়ে লাগান জয়। এবারও আম্পায়ার আউট দেন, এবারেও রিভিউ নেন তিনি। আর রিভিউতে যায় বল লেগ স্ট্যাম্প মিস করছে। এ যাত্রাতেও বেঁচে যান তিনি।
দুই দুইবার রিভিউ নিয়ে বেঁচে গেলেও ইনিংসটা বড় করতে পারেননি তিনি। ফিরেছেন অভিষিক্ত বোলার অ্যান্ডারসন ফিলিপের করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ফিরতে হয় জয়কে। তিনি ফিরলেও উইকেট আকড়ে আছেন তামিম ইকবাল।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ১ উইকেটে ৫০ রান। তামিম ইকবাল ৩৮ আর নাজমুল হোসেন শান্ত ২ রানে অপরাজিত আছেন।
এর আগে সেইন্ট লুসিয়ায় টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এই টেস্ট দিয়ে দীর্ঘ সাত বছর পর সাদা পোশাকে ফিরেছেন এনামুল হক বিজয়। বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। সদ্যই সাবেক হওয়া অধিনায়ক মুমিনুল হক বাদ পড়েছেন একাদশ থেকে। আর পেসার মোস্তাফিজুর রহমানের বদলে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।
সারাবাংলা/এসএস
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট প্রথম ইনিংস প্রথম দিন