অবশেষে বাদ পড়লেন মুমিনুল
২৪ জুন ২০২২ ২০:৪৭ | আপডেট: ২৪ জুন ২০২২ ২০:৫১
ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে সদ্য টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন মুমিনুল হক। কিন্তু তাতেও যেন লাভ হলো না। মনোযোগ আর খুঁজে পেলেন না! টানা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা মমিনুলকে অবশেষে বাদই পড়তে হলো।
সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সফরকারীদের একাদশে পরিবর্তন দুটি। বাদ পড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। মুমিনুলের জায়গায় সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা এনামুল হক বিজয়কে একাদশে ডেকেছে বাংলাদেশ।
২০১৩ সালের মার্চে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়তে হয়নি মুমিনুলকে। অভিষেকের পর থেকে দুর্দান্ত ধারাবাহিকতার কারণে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গেও তুলনা উঠেছিল। বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ১১টি সেঞ্চুরি তার।
কিন্তু সম্প্রতি সময়টা যাচ্ছে ভুলে যাওয়ার মতোই। সর্বশেষ ১৭ ইনিংসে ১৪ বারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। বারবার আউট হচ্ছেন একই ভুলে। ক্রিজে আত্মবিশ্বাসী মুমিনুলের দেখা নেই। টানা ব্যর্থতার কারণেই মূলত নেতৃত্ব আর চালানো সম্ভব হয়নি। কিন্তু নেতৃত্ব ছেড়েও যেন ফর্মে আর ফেরা হলো না।
সদ্য টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সেটারই বাস্তবায়ন দেখা গেল আজ টস শেষে।
মুমিনুলের জায়গায় একাদশে ডাক পাওয়া এনামুল হক তার টেস্ট ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলেছিলেন এই মাঠেই। ২০১৪ সালে এই মাঠে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এনামুল। প্রায় আট বছর পর আবারও ফিরছেন সেখানেই। এর মাধ্যমে বাংলাদেশের হয়ে দুই টেস্টের মধ্যে সবচেয়ে দীর্ঘ বিরতির রেকর্ডটা হয়ে গেল এনামুলের।
সারাবাংলা/এসএইচএস