সিরিজ জয়ের প্রত্যাশায় ওয়েস্ট ইন্ডিজের পথে মাহমুদউল্লাহরা
২৪ জুন ২০২২ ১৬:০১ | আপডেট: ২৪ জুন ২০২২ ১৬:০৬
দুই ধাপে টেস্ট সিরিজে খেলা ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে থাকা ক্রিকেটাররা আজ তৃতীয় ধাপে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেছেন। দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, সিরিজ জয়ের লক্ষ্যেই ক্যারিবিয়ান দ্বীপে যাচ্ছেন তারা।
আজ থেকে মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ সবার পরে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে আজ ক্যাবিয়ানের বিমান ধরেছেন আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান ও মুনিম শাহরিয়ার। সন্ধ্যায় দেশ ছাড়ার কথা রয়েছে তাসকিন আহমেদেরও। দেশ ছাড়ার আগে সিরিজ জয়ের প্রত্যাশা শুনিয়েছেন মাহমুদউল্লাহ।
আজ শুক্রবার (২৪ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের মাহমুদউল্লাহ বলেন, ‘বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। আর ইনশা আল্লাহ, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এ মুহূর্তে আমাদের দলের ভারসাম্য খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।’
২০১৮ সালের সফরে ওয়েস্ট ইন্ডিজে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ওই বছরেরই শেষ দিকে বাংলাদেশে এসে ক্যারিবিয়ান আবার বদলা নিয়েছিল ২-১ ব্যবধানে জিতে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কাছে গিয়েও ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারেনি বাংলাদেশ।
অর্থাৎ পরিসংখ্যান বলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতি পারফরম্যান্স বেশ হাড্ডাহাড্ডি। এবারের সিরিজটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন মাহমুদউল্লাহ।
টি-টোয়েন্সাটি অধিনায়ক বলেন, ‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের নিশ্চয়ই ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি। ইনশা আল্লাহ, এবারও চেষ্টা করব সিরিজ জেতার।’
ডমিনিকায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে ২ ও ৩ জুলাই। ৭ জুলাই গায়নায় হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। সেখানেই ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।
সারাবাংলা/এসএইচএস