Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে এলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২২ ১৯:১৯ | আপডেট: ২২ জুন ২০২২ ১৯:২৪

তৃতীয় মেয়াদে টেস্ট অধিনায়কত্ব পেয়ে প্রথম ম্যাচটা দারুণ খেলেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে দলের বাকি ব্যাটাররা ব্যর্থ হলেও দুই ইনিংসেই ফিফটি করেছেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন এক উইকেট। যেটা প্রভাব ফেলেছে র‌্যাংকিংয়ে।

বুধবার (২২ জুন) টেস্টের সাপ্তাহিক র‌্যাংকিং হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে রবিচন্দ্রন আশ্বিন ও জেসন হোল্ডারকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছেন সাকিব। বাংলাদেশি তারকার উপরে আছেন কেবল ভারতের রবীন্দ্র জাদেজা।

বিজ্ঞাপন

সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬, জাদেজার ৩৮৫। ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সাকিবের সামনে সুযোগ সেই টেস্টেই জাাদেজাকে পেছনে ফেলার।

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে সাকিব করেন ৫১ রান, দ্বিতীয় ইনিংসে ৬৩। এতে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২ নম্বরে। বোলিংয়ে অবশ্য আগের জায়গায় ২৮ নম্বরেই আছেন। বোলিংয়ে উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজের। ছয় ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন।

ব্যাটিংয়ে এই সিরিজে না থাকা মুশফিকুর রহিম এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমে গেছেন। দুই ধাপ পিছিয়ে তামিম ইকবাল নেমে গেছেন ৩৬ নম্বরে। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া নুরুল হাসান সোহান উঠে এসেছেন শীর্ষ একশ’তে। ৯৯ নম্বর অবস্থান উঠে এসেছেন তিনি।

সারাবাংলা/এসএইচএস

টেস্ট র‌্যাংকিং সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর