Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কী বাদ পড়ছেন মুমিনুল?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১০:৪২

ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন মুমিনুল হক। কিন্তু তাতে লাভ হলো কই! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টেও চরমভাবে ব্যর্থ মুমিনুল। দুই ইনিংসেই আউট হয়েছেন বাজেভাবে। প্রথম ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি, দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৪ রান করে।

টেস্টের সর্বশেষ ১০ ইনিংসে একটিতেও দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি মুমিনুল। এর মধ্যে শূন্য রানেই আউট হয়েছেন চার বার। সর্বশেষ ১৭ ইনিংসে ১৪ বারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। এমন পারফরম্যান্সের পর মুমিনুলকে বাদ দেওয়ার আলোচনা স্বাভাবিকভাবেই উঠছে। একটু ভদ্রভাবে বললে প্রশ্নটা এভাবে করা যায়- এবার কী বিশ্রাম নেওয়ার সময় হয়েছে মুমিনুলের? এমন প্রশ্নে ইতিবাচক উত্তর দিয়েছেন সদ্য টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠল টানা ব্যর্থতার বৃত্তে বন্দি মুমিনুল প্রসঙ্গ। মুমিনুলকে বিশ্রাম দেওয়ার চিন্তা করা হবে কিনা? সাকিব বললেন ‘হতে পার’।

বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটা হচ্ছে, ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে।’

তবে পরবর্তী টেস্ট শুরু হতে কয়েক দিন বাকি। সেই কয়েকটা দিন পর্যবেক্ষণ করতে চান সাকিব, ‘এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। পরের দুই দিন আমাদের বিরতি আছে। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করব, ওই দিনই চিন্তা করব, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।’

বিজ্ঞাপন

অবশ্য শুধু মুমিনুল নয়, টেস্টে ব্যাটিং নিয়ে সমস্যা অনেকেরই। টপ অর্ডার ব্যর্থ হচ্ছে বারবার। তবে দলে বেশি পরিবর্তনে ভাবনা নেই সাকিবের।

বলেছেন, ‘খুব বেশি বদলালে যে খুব যে ভালো কিছু হবে, আপনি সেটির গ্যারান্টি দিতে পারবেন না। যেটা বললাম, একটা পরিসংখ্যানের কথা বলছিলাম, শেষ ১৩-১৪-১৫ বা এমন ইনিংসে ১০০-এর নিচে ৪ বা ৫ উইকেট হারিয়েছি (সর্বশেষ ১৬ ইনিংসে ১০০ বা এর নিচে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে ১৩ বার)। সে জায়গা থেকে চিন্তা করলে, ওখানে অনেক সমস্যা হচ্ছে।’

সাকিব বলেন, ‘সমন্বিত দলীয় প্রচেষ্টার মাধ্যমেই আসলে আমরা বের হয়ে আসতে পারি এখান থেকে। বের হয়ে আসা সম্ভব বলে বিশ্বাস করি। এ জায়গায় আগেও পড়েছি, বের হয়েও এসেছি। আমার বিশ্বাস আছে, আমরা ফিরে আসতে পারব।’

সারাবাংলা/এসএইচএস

মুমিনুল হক সাকিব আল হাসান

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর