সিলেটে বন্যার্তদের পাশে বিসিবি
১৯ জুন ২০২২ ২০:০৮ | আপডেট: ১৯ জুন ২০২২ ২০:১৮
হঠাৎ বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত পুরো সিলেট। ঘরবাড়ি ভেসে গেছে বন্যার পানিতে, আশ্রয়কেন্দ্র গাদাগাদি করে থাকার জায়গা মিললেও মিলছে না পর্যাপ্ত খাদ্য ও সুপেয় পানি। শিশু, বয়স্ক মানুষদের পাশাপাশি পানিবন্দি হয়ে পড়েছে গবাদিপশু। কঠিন এই সময়ে সিলেটবাসীর পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্যার্তদের জন্য সাহায্য পাঠাবে বিসিবি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সে হিসেবে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন দায়িত্বরতরা।
রোববার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘সবসময় আমাদের চেষ্টা থাকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার। এবারও ব্যতিক্রম হবে না বলে আমি মনে করি। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতোমধ্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা সেটা নিয়ে কাজ করছি।’
জানা গেছে, বন্যার্তদের আর্থিক সহায়তা এবং খাদ্যসামগ্রী দেবে বিসিবি। নিজাম উদ্দিন বলেন, ‘ইতোমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে উনি যোগাযোগ করছেন কিভাবে আমরা অংশ নিতে পারি বা কিভাবে আমরা পাশে থাকতে পারি। সে ব্যাপারে আমরা কাজ করছি। খুব শিগগির আমরা আশা করছি কিছু একটা আপনারা দেখতে পারবেন।’
জাতীয় দল এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। সিলেটের বেশ কয়েকজন ক্রিকেটার আছেন জাতীয় দলে। টেস্ট দলের সদস্য ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজারা আছেন ওয়েস্ট ইন্ডিজে। কয়েক দিন পর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার কথা সিলেটের অপর ক্রিকেটার নাসুম আহমেদের। নিজাম উদ্দিন জানালেন, ক্রিকেটারদের পরিবারের খোজ-খবর রাখছে ক্রিকেট বোর্ড।
তিনি বলেন, ‘সিলেটের আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছেন, যারা বর্তমানে দলের সঙ্গে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের বলা হয়েছে। আমরা সেভাবে কাজ করছি। আমাদের সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের তাদের সঙ্গে যোগাযোগ আছে। আমরা চিন্তা ভাবনা করছি কীভাবে তাদের পাশে থাকা যায়।’
সারাবাংলা/এসএইচএস