সাকিবের কাছে সেঞ্চুরি চান ডমিঙ্গো
১৯ জুন ২০২২ ১৬:০৭ | আপডেট: ১৯ জুন ২০২২ ১৬:১৪
বাংলাদেশ টেস্ট দলের বাজে পারফরম্যান্সের ধারা অব্যাহত ওয়েস্ট ইন্ডিজেও। অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসেই বাজে ব্যাটিংয়ে হার দেখছে সফরকারীরা। তবে বাকিদের ব্যর্থতার মিছিলে সদ্য নেতৃত্ব পাওয়া সাকিব আল হাসান ব্যাটিংয়ে দারুণ সফল। দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। হেড কোচ রাসেল ডমিঙ্গো তার অধিনায়কের কাছ থেকে চান আরও কিছু। সাকিবের কাছে সেঞ্চুরি প্রত্যাশা ডমিঙ্গোর।
টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল। সাকিব একাই করেছিলেন ৫১ রান। দ্বিতীয় ইনিংসে ১০৬ রানে ছয় উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল তখন নুরুল হাসান সোহানের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে দলের ইনিংস হারের এড়িয়েছেন। সাকিব সেঞ্চুরি পর্যন্ত পৌঁছুলি হয়তো লড়াই করার মতো শক্ত একটা ভীতও পেতো বাংলাদেশ।
কিন্তু নতুন বলে কেমার রোচকে আক্রমন করতে গিয়ে ফিরেছেন ব্যক্তিগত ৬৩ রান করে। ডমিঙ্গোর প্রত্যাশা, যখন আক্রমানাত্মক খেলতে হবে আর কখন রক্ষণাত্মক খেলতে হবে সেটার একটা সমন্বয় বের করুক সাকিব।
তিনি বলেন, ‘দেখুন, সাকিব সবসময়ই রান করার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক। সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে।’
ডমিঙ্গো বলেন, ‘তাকে আক্রমণ ও রক্ষণের ভারসাম্যটা খুঁজে বের করতে হবে। মাঝে মাঝে প্রতি-আক্রমণ করতে হবে। কিন্তু তাকে মারার সময় মাথার অবস্থান, শরীরের অবস্থান ঠিক রাখতে হবে। কারন সে একজন সামর্থ্যবান ব্যাটসম্যান, যেটা সে আজ দেখিয়েছে।’
এ নিয়ে টেস্টে টানা তৃতীয় অর্ধশতক পেলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর তার পঞ্চম টেস্ট ফিফটি এটি। কিন্তু সেঞ্চুরির দেখা নেই অনেকদিন যাবত। ক্যারিয়ারের পাঁচ টেস্ট সেঞ্চুরির সর্বশেষটি করেছেন ২০১৭ সালের মার্চে।
ডমিঙ্গো বলছেন, নতুন মেয়াদে অধিনায়কত্ব পাওয়া সাকিবের বাংলাদেশ দেওয়ার এখনো অনেক কিছুই বাকি, ‘সে অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ অধিনায়ক। এর আগে অনেক অধিনায়কত্ব করেছে। স্মার্ট… আমি তাকে অল্প সময়ের জন্য অধিনায়ক হিসেবে পেয়েছিলাম এর আগে, সাকিব সব সময়ই পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দেবে। সে ব্যাটে-বলে অন্যতম সেরা পারফর্মার, অধিনায়কত্ব ও নেতৃত্বের দিক দিয়ে তার অনেক কিছু দেওয়ার আছে।’
সারাবাংলা/এসএইচএস