ব্যাটিংয়ে আত্মবিশ্বাসই খুঁজে পাচ্ছেন না ডমিঙ্গো
১৯ জুন ২০২২ ১৪:২০ | আপডেট: ১৯ জুন ২০২২ ১৪:২৩
টেস্টে বাংলাদেশ ব্যাটিং নিয়ে ভুগছে দীর্ঘদিন যাবত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টেও তার পূনরাবৃত্তি ঘটল। প্রথম ইনিংসে ছয় ব্যাটারের শূন্য রানে আউট হওয়াতে বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ১০৩ রান। দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠতে পারেনি নাজমুল হাসান শান্ত, মুমিনুল হকরা। হেড কোচ রাসেল ডমিঙ্গো ব্যাটারদের মধ্যে আত্মবিশ্বাসই খুঁজে পাচ্ছেন না।
অ্যান্টিগায় দুই ইনিংসেই নতুন বলে নিয়ন্ত্রিতভাবে জায়গায় বোলিং করে গেছেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। সেই সময় প্রয়োজন ছিল নিয়ন্ত্রিত ব্যাটিং। কিন্তু তাতে পুরো ব্যর্থ মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা।
ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগায় এখন হার দেখছে বাংলাদেশ। কাল টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের, হাতে ৭ উইকেট।
দিনের খেলা শেষে সব দোষ ব্যাটারদেরই দিতে চাইলেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ কোচ বলেন, ‘ব্যাটসম্যানরা সবাই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে। আমাদের বড় বড় ব্যাটসম্যান যারা আছে, মুমিনুল, শান্ত (নাজমুল)—অনেকেই আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার। এই মুহূর্তে ছেলেদের ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাস নেই।’
ব্যাটারদের প্রচুর আলগা শট খেলার বিষয়টি উল্লেখ করলেন ডমিঙ্গো। বাংলাদেশ কোচ বলেন, ‘দুই ইনিংসেই অনেকে আলগা শট, অনেক বাজে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ইনিংসে ১০৩ রান, অবশ্যই এর চেয়ে বেশি রান করা উচিত। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেত। এটাই শেষ কথা, অনেক বেশি আলগা শট খেলেছি আমরা।’
টানা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা মুমিনুল, শান্তদের মানসিকভাবে শক্ত হওয়ার বার্তা দিলেন ডমিঙ্গো, ‘ব্যাটসম্যানদের এই অবনমন থেকে বেরিয়ে আসতে হবে। ফর্মে আসতে গেলে মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে। এ ম্যাচে এবং পরেরটির মধ্যে টেকনিক্যাল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সব রকমের বাড়তি আওয়াজ, সমালোচনা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্রিকেট বল খেলার দিকেই নজর দিতে হবে। হ্যাঁ, এগুলো করার চেয়ে বলা সহজ। তবে সেরা খেলোয়াড়েরা এ সব করার সামর্থ্য রাখে।’
ব্যাটিং ডিপার্টমেন্টের তুলনায় বোলিং ডিপার্টমেন্টের পারফরম্যান্স বেশ দারুণ। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ২৬৫ রানে আটকে দিয়েছেন বাংলাদেশি বোলাররা। দ্বিতীয় ইনিংসেও বোলিং ঝলক দেখা গেছে। পেসার খালেদ আহমেদ ৫ ওভার বোলিং করে তুলে নিয়েছেন তিন উইকেট।
বোলারদের বাহবা দিতে ভুল করেননি ডমিঙ্গো। বাংলাদেশের হেড কোচ বলেন, ‘বোলাররা সবাই দুই ইনিংসেই দারুণ বোলিং করেছে। প্রথম ইনিংসে আমার দেখা ওদের সেরা বোলিংটাই করেছে। এই উইকেটে ২৬০ রানে রাখা সহজ কথা নয়। গত দুই দিন বোলারদের পারফরম্যান্সে আমি খুবই গর্বিত।’
সারাবাংলা/এসএইচএস