Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২২ ০৩:৪৩ | আপডেট: ১৭ জুন ২০২২ ০৪:০০

ফাইল ফটো

ব্যাট হাতে বাংলাদেশের ভরাডুবির পর বল হাতেও প্রথম দিনে মেলেনি তেমন সাফল্য। টাইগার বোলারদের বেশ ভালোভাবেই সামলেছে ক্যারিবীয় ব্যাটাররা। ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে মাত্র ৮ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ১০৩ রানে অলআউট করে শক্ত ভিত গড়ে উইন্ডিজ। আর এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীর গতিতে ব্যাট করতে থাকে স্বাগতিক ব্যাটাররা। ইনিংসের ষষ্ঠ ওভারে এসে রানের খাতা খোলে উইন্ডিজ ব্যাটাররা। নিজেদের উইকেটে থিতু করে তবেই ব্যাট চালায় ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্পবেল।

বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমান এবং খালেদ আহমেদ মিলে শুরু থেকেই লাইন লেংথ ধরেই বল করতে থাকে। আর এতেই নিজেদের সহজাত খেলাটা খেলতে পারছিল না স্বাগতিক ব্যাটাররা। সময় নিয়ে নিজেদের করেছেন উইকেটে থিতু। এরপর রানের চাকা সচল করেছেন উইন্ডিজের দুই ওপেনার।

৭২ বলে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৪ রানে জন ক্যাম্পবেল ফেরেন উইন্ডিজের দলীয় ৪৪ রানে। বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন দেড় বছর সাদা পোশাকে খেলতে নামা পেসার মোস্তাফিজুর রহমান। ২৬তম ওভারের প্রথম বলটি ছিল গুড লেংথে অফসাইডে। ফিজের বলটি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন ক্যাম্পবেল। তবে তার রক্ষণ গলিয়ে ব্যাটের কোণায় লেগে স্ট্যাম্পে গিয়ে বল আঘাত হানে। আর এতেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

এরপর খুব বেশি সময় টিকতে পারেননি রেইমন রেইফারও। ব্র্যাথওয়েট এবং রেইফার মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ধাক্কা সামাল দিয়ে সাবলীল ব্যাট করছিলেন দুজনই। তবে তাদের বড় জুটি গড়তে দেননি ইবাদত হোসেন। ৩৪তম ওভারের পঞ্চম বলটি ফুলার লেংথে করেন ইবাদত। রেফার বলের লাইনে গিয়ে খেলার চেষ্টা করলে তার ব্যাট ছুঁয়ে বল যায় উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের গ্লাভসে। এতেই ৭২ রানে দ্বিতীয় উইকেট হারায় উইন্ডিজ। রেইফার ২৬ বলে দুটি চারে ১১ রান করে ফেরেন।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেটে এঙ্ক্রুমাহ বোনারকে সঙ্গে নিয়ে দিন পার করে দেন ব্র্যাথওয়েট। এই জুটি থেকে ২৩ রান তুলে দিন শেষ হয়।

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টপ নিউজ প্রথম টেস্ট প্রথম দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর