ছয় শূন্যে বাংলাদেশের লজ্জার বিশ্বরেকর্ড
১৬ জুন ২০২২ ২৩:৩৬ | আপডেট: ১৭ জুন ২০২২ ০৩:৪৪
এক নতুন বিশ্ব রেকর্ডে নাম লেখাল টিম বাংলাদেশ। যে রেকর্ডটি হয়ত চাননি কোনো বাংলাদেশিই। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেই মাত্র ১০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এই ইনিংসে বাংলাদেশের ছয় ব্যাটার শূন্য রানে ফিরেছেন প্যাভিলিয়নে। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেখা গেছে আরও ছয়বার। তবে কোনো দেশেরই নাম নেই একবারের বেশি। সেখানে এই রেকর্ডে বাংলাদেশের নাম উঠেছে মোট তিনবার। যার ভেতর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দুইবার।
মধ্যাহ্ন বিরতির আগে ৭৬ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। যার ভেতর চার ব্যাটারই ফিরেছেন শূন্যতে। এক ইনিংসে শূন্য রানে সবচেয়ে বেশি ব্যাটার আউট হওয়ার বিশ্বরেকর্ড যৌথভাবে বাংলাদেশেরই। যদিও লজ্জার এই রেকর্ডে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং নিউজিল্যান্ডও। তবে তিনবার এই রেকর্ড করা দেশ কেবল বাংলাদেশই।
প্রথমবার এক ইনিংসে সর্বোচ্চ ছয় ব্যাটার শূন্য রানে আউটের লজ্জায় বাংলাদেশ পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। সেটা ২০০২ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৮৭ রানে অলআউট হওয়া বাংলাদেশের ছয় ব্যাটার ফিরেছিলেন শূন্যতে।
এরপর ২০২২ সালে এসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আবারও বাংলাদেশের ছয় ব্যাটার ফেরেন শূন্যতে। এর মাসখানেক পরে আবারও একই লজ্জার সামনে টিম বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান তুলতে বাংলাদেশ হারিয়েছে ৬টি উইকেট যার ভেতর চারজনই ফেরেন শূন্যতে। শঙ্কা ছিল মধ্যাহ্ন বিরতির পর আরও দুই ব্যাটার শূন্য রানে ফিরলে লজ্জার এই রেকর্ড আরও একবার নাম লেখাবে বাংলাদেশ। আর শেষ পর্যন্ত ঘটলও সেটাই।
ইনিংসের দ্বিতীয় বলে আর নিজের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই তৃতীয় ওভারের প্রথম বলে সেই রোচের শিকার হয়েই ফিরেছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় ওভারে কেমার রোচের সামনে নাজমুল হোসেন শান্ত। প্রথম বলটি অফ স্ট্যাম্পেই ছিল। রোচের বল সুইং করে শান্তর ব্যাট এবং প্যাডের ফাঁক গলিয়ে উপড়ে ফেলে স্ট্যাম্প। ২.১ ওভারে মাত্র ৩ রানে বাংলাদেশ হারায় টপ অর্ডারের দুই ব্যাটারকে। নাজমুল হোসেন শান্ত ৫ বলে কোনো রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে।
এই সিরিজের আগে নাটকীয়ভাবে অধিনায়কত্ব থেকে বিদায় নেওয়া মুমিনুল হক এবারও ব্যর্থ। নেতৃত্বের ভার সরিয়েও ফিরতে পারেননি ছন্দে। সিডন সিলসের বলে স্লিপে ক্যাচ দেন ৬ বলে ০ রান করে। তিন বল পর উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ফেরেন এলবিডব্লিউ হয়ে। তিনিও রানের খাতা খুলতে পারেননি। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। আর চার ব্যাটার ফেরেন শূন্যতে। বিরতি থেকে ফিরে মোস্তাফিজুর রহমান ৪ বলে শূন্যতে ফিরলে শঙ্কা জাগে আরও একবার লজ্জার রেকর্ড করার। শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হয়। শেষ উইকেটে খালেদ আহমেদ ৩ বলে শূন্যতে ফিরলে বাংলাদেশের ছয় ব্যাটার ফেরেন শূন্যতে। আর তাতেই তৃতীয়বারের মতো রেকর্ডে নাম লেখায় বাংলাদেশ।
উইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন জেডন সিলস এবং আলজারি জোসেপ। আর দুটি করে উইকেট নেন কেমার রোচ এবং কাইল মায়ার্স।
সারাবাংলা/এসএস