Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ২০:২৬ | আপডেট: ১৫ জুন ২০২২ ২০:২৮

স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। আগামী ২৫ জুন ৬.১৫ কিলোমিটারের পদ্মা সেতু উদ্বোধন করা হবে। স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার এই পদ্মা সেতু থাকছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে।

কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। টেস্ট ম্যাচ চলাকালে মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এই সিরিজের অফিসিয়াল লোগোতেও জায়গা পেয়েছে পদ্মা সেতুর ছবি।

বিজ্ঞাপন

সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখন টাইটেল স্পন্সর পায়নি। তবে বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন পুরো সিরিজের সহযোগী স্পন্সর স্বত্ত্ব কিনে নিয়েছে আগেই। সিরিজের আনুষ্ঠানিক নাম এমন-পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।

উল্লেখ্য, এবারের সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে শুরু হবে টেস্ট সিরিজ। অ্যান্টিগায় ১৬ জুন থেকে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি।

সারাবাংলা/এসএইচএস

পদ্মা সেতু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর