Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি ভালোই সারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২২ ১২:২৭

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ জুন) মাঠে গড়াবে বাংলাদেশের প্রথম টেস্ট। এর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে প্রস্তুতিটা ভালোই সেরেছে টিম বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পর ৮ উইকেটে ৩৫৯ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন মাহমুদুল হাসান জয় এবং মেহেদি হাসান মিরাজ। তবে প্রথম ইনিংসের ন্যয় দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুমিনুল হক।

বিজ্ঞাপন

শেষ দিনে রোববার তিনি মাঠে নামেন বোলিংয়ে। ৪ উইকেটে ২০১ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশ ধাক্কা খায় শুরুতেই। প্রথম ওভারে মুস্তাফিজ ধরেন দুই শিকার। পরে আরও একটি উইকেট নিয়ে মুস্তাফিজ থামেন ৬ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে। এই বোলিংয়ে বার্তা দিলেন, প্রায় দেড় বছর পর টেস্ট খেলতে তিনি প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশ ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৩৫৯ রানে।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় দেড় বছর পর লাল বল হাতে মোস্তাফিজুর রহমান। প্রস্তুতি ম্যাচে প্রথমবারের মতো ডিউক বল হাতে নিজেকে ঝালিয়ে নিয়েছেন দ্য ফিজ। দিনের প্রথম ওভারেই ২ উইকেট! পরে আরও একটি উইকেট নিয়ে প্রস্তুতি ভালোভাবেই সেরে নিলেন তিনি।

সবার প্রস্তুতি অবশ্য আদর্শ হয়নি। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরে যাওয়া মুমিনুল হককে ব্যাটিং অনুশীলনের জন্য দ্বিতীয় ইনিংসে নামানো হয় ওপেনিংয়ে। কিন্তু নিজেকে হারিয়ে খুঁজতে থাকা ব্যাটার আত্মবিশ্বাসের রসদ পাননি এ দিনও। রান আউট হয়ে যান তিনি ৪ রানে।

মূল কৌতূহল ছিল অবশ্য শেষ দিনে মুস্তাফিজকে ঘিরে। দ্বিতীয় দিনে বাংলাদেশ ৬৬ ওভার বোলিং করলেও সেদিন বোলিং করেননি এই বাঁহাতি পেসার। সেদিন তিনি ডিউক বলের বোলিং নিয়ে নেটে আলাদা করে কাজ করেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে। এরপর শেষ দিনে এসে দেখালেন তার ঝলক। আর এতেই বুঝিয়ে দিলেন দেড় বছর টেস্ট থেকে বাইরে থাকলেও এখন তিনি প্রস্তুত।

এর আগে প্রথম ইনিংসে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলা তামিম ইকবাল আর দ্বিতীয় ইনিংসে নামেননি ব্যাটিংয়ে। জয় ও মুমিনুলকে ওপেন করায় বাংলাদেশ। ১৬ বলে ৪ রান করে রান আউট হন মুমিনুল। প্রথম ইনিংসে শূন্য করা জয় খুব সাবলিল না হলেও উইকেট আঁকড়ে থাকেন। অপরাজিত থাকেন তিনি ৫৩ বলে ৯ রান করে। ব্যাটিং অনুশীলনের জন্য তিনে নামানো মিরাজ সুযোগটা কাজে লাগান ভালোই। অপরাজিত থাকেন তিনি ৫১ বলে ৩২ রান করে। ২০ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৪৭ করার পর ড্র হয় ম্যাচ।

সারাবাংলা/এসএস

প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর