Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১০ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুন ২০২২ ২২:১৪ | আপডেট: ১২ জুন ২০২২ ১৫:১৯

তামিম ইকবালকে শেষ পর্যন্ত আউট করতে পারেননি ক্যারিবিয়ানরা। ১৬২ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তামিম। অবশ্য আরেকটু ব্যাটিং করার সুযোগ পেতে পারতেন। কিন্তু বোলারদেরও প্রস্তুতির সুযোগ করে দিতে ৭ উইকেটে দলীয় ৩১০ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ পরে ৪ উইকেটে ২০১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। বাংলাদেশের পক্ষে তিন উইকেট নিয়েছেন পেসাব ইবাদত হোসেন। অভিষেকের অপেক্ষায় থাকা অপর পেসার রেজাউর রহমান রাজা নিয়েছেন এক উইকেট।

বিজ্ঞাপন

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। মূলত ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেওয়াই প্রস্তুতি ম্যাচের মূল লক্ষ্য। ব্যাটিংয়ে তামিম ছাড়া কেবল নাজমুল হোসেন শান্ত ভালোভাবে ঝালিয়ে নিতে পারলেন। এবার বোলাররা কেমন করতে পারেন সেটাই দেখার বিষয়।

কাল প্রথম দিনের খেলা শেষে ১৪০ রানে অপরাজিত ছিলেন তামিম। আজ রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পরে থাকতে চেয়েছেন। অপরপ্রান্তের অবস্থা অবশ্য গতকালের মতোই নড়বড়ে ছিল। ৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন ১৯ রানের মাথায়। অভিষেকের অপেক্ষায় থাকা পেসার রেজাউর রহমান রাজা অষ্টম ব্যাটার হিসেবে ক্রিজে আসার খানিক বাদেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তামিম ২৮৭ বল খেলে ২১টি চার ১টি ছয়ে শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থাকেন।

সাকিব আল হাসানকে ছাড়াই তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ছুটি কাটিয়ে একদিন আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও সাকিব নির্ধারিত সময়ে যোগ দিতে পারেননি। ফলে সহ-অধিনায়ক লিটন দাস নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে।

বিজ্ঞাপন

গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিটন। টপ অর্ডারে ধস না নামলেও বাংলাদেশের শুরুটা কিন্তু ভালো হয়নি মোটেও। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। জেরেমিয়া লুইসের বলে ড্রাইভ করতে গিয়ে রানের খাতা খোলার আগেই উইকেটকিপারের গ্লাভসবন্দি হন মাহমুদুল

তবে এরপর তিনে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দারুণভাবে দাঁড়িয়ে যান তামিম। দ্বিতীয় উইকেট জুটিতে ১৪০ রান তোলেন দুজন। মনে হচ্ছিল ভিত বুঝি পেয়ে গেছে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে নাজমুল ফিরতেই আবারও ব্যাটিং ধস।

মাত্র ১০ রানের ব্যবধানে নাজমুলের সঙ্গে মুমিনুল হক ও লিটন দাসও ফিরে যান। ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে অধিনায়কত্ব ছাড়া মুমিুনল টিকতে পেরেছেন মাত্র ৬ বল। ব্রায়ান চার্লসের বলে চারে নামা মুমিনুল হক ক্যাচ আউট হন কোনো রান না করেই।

লিটন দাস ১৯ বল খেলে ৪ রান করার পর ফিরেছেন লুইসের বলে ক্যাচ আউট হয়ে। এর আগে শান্ত ৯৯ বল খেলে ৯টি চারের সাহায্যে ৫৪ করে ফিরেছেন। ১ উইকেটে ১৪২ রান থেকে হঠাৎ-ই ৪ উইকেটে ১৫২ হয়ে যায় বাংলাদেশ। এতে খোলস বন্দি হয়ে যান হাত খুলে খেলতে থাকা তামিম ইকবাল।

পরে ইয়াসির আলি রাব্বি হাল ধরলে স্বাচ্ছেন্দে খেলতে পেরেছেন তামিম। ১৬২ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন তামিম। ইয়াসির আলি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে সব ঠিকই ছিল। ব্যক্তিগত ১১ রানের মাথায় ইয়াসির ক্রিজ ছাড়লে দ্রুত আরও দুই উইকেট হারায় বাংলাদেশ।

সুবিধা করতে পারেননি ‍নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ। তবে তামিম অবিচলই ছিলেন। আজও তাকে আউট করতে পারলেন না স্বাগতিক বোলাররা।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর