Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুর্কমেনিস্তানের সঙ্গে লড়াই করেও পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২২ ১৭:২২ | আপডেট: ১১ জুন ২০২২ ১৭:৪১

তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের ৯০তম মিনিটে বা দিক থেকে আসা ক্রসটি গোলমুখে পেয়েছিলেন টুটুল বাদশা। তবে ফাঁকায় বল পেয়েও তা গোলপোস্টের ওপর দিয়ে পাঠিয়ে ম্যাচে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া বাংলাদেশের। এর আগে ম্যাচের ৭ মিনিটে আলতিমিরা অ্যানাদিরদির গোলে লিড নেয় তুর্কমেনিস্তান। এরপর ১২তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে ৭৮ মিনিটে এসে আরসালান আমানভের গোলে ২-১ গোলের লিড নেয় তুর্কমেনিস্তান। আর শেষ পর্যন্ত এই ব্যবধানেই হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তুর্কমেনিস্তানের কাছে দ্বিতীয় গোল হজমের আগে এবারের এশিয়া কাপ বাছাইপর্বের তিনটি গোলই সেটপিস থেকে হজম করেছিল বাংলাদেশ। যার মধ্যে দুটি গোলই বাহরাইনের কাছে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ওই একইভাবেই গোল হজম করল জামাল ভূঁইয়ারা। যদিও গোল হজমের মিনিট পাঁচেকের ভেতরেই গোল পরিশোধ করে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয় তাদের চেয়ে ফিফা র‍্যাংকিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের। খাতা কলমে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে থাকা তুর্কমেনিস্তান শুরু থেকেই চড়াও হয়েই খেলতে থাকে। আর ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করে তুর্কিমেনিস্তান। তবে সে যাত্রায় কোনো রকমে রক্ষা পায় বাংলাদেশ।

এরপর ৭ম মিনিটে এসে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন আনাদুরদিয়েভ আলতিমিলাত। হালমামেদভের কর্নার থেকে ভেসে আসা বল কোণাকুণি শটে জালে জড়ান আলতিমিলাত। সে সময় লেফট ব্যাক ইয়াসিন আরাফাত আলতিমিলাতকে আটকানোর দায়িত্বে থাকলেও ব্যর্থ হন তিনি।

মাত্র ৭ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েও বাংলাদেশ দমে যায়নি। বরং উল্টো আক্রমণে উঠে সমতায় ফেরে মাত্র ১২ মিনিটের। বিশ্বনাথের লম্বা থ্রো ইন থেকে রাকিবের ব্যাক হেড গোলরক্ষক ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। আর গোলমুখে হাওয়ায় ভাসানো বল পেয়ে গোল লাইন থেকে হেড করে জালে জড়ান  মোহাম্মদ ইব্রাহিম। বাংলাদেশ সমতায় ফেরে ১-১ গোলে।

বাহরাইনের বিপক্ষে রক্ষণাত্মক খেলার কারণে বেশ সমালোচনায় পড়েছিলেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবারেরা। তবে তুর্কমেনিস্তানের বিপক্ষে রক্ষণের খোলস থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে দেখা যায় বল ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতেই। তুর্কমেনিস্তানের আক্রমণগুলোকেই কেবল বাংলাদেশ রুখে দেয়নি। সেই সঙ্গে মধ্যমাঠে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে দারুণ বোঝা পড়াতে গড়েছেন আক্রমণও।

বিজ্ঞাপন

প্রথমার্ধে লিড নিতে পারতো বাংলাদেশ। ২০তম মিনিটে বাংলাদেশ সাজ্জাদ হোসেন ডি বক্সে দারুণ এক বল পেলেও শট নিতে পারেনি। আর তাতেই বাংলাদেশের দারুণ এক সুযোগ হাতছাড়া। ২৩ মিনিটে আরও একটি সুযোগ তৈরি করে বাংলাদেশ তবে রাকিব হোসেনের দুর্বল শট তুর্কমেনিস্তানের গোলরক্ষক সহজেই রুখে দেন।

আক্রমণ পালটা আক্রমণের মধ্য দিয়েই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। যেখানে বাংলাদেশ কাঁধে কাঁধ ঠেকিয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করেছে।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকে তুর্কমেনিস্তান। তবে বাংলাদেশ বেশ দারুণভাবেই রুখেছে তাদের আক্রমণ। আর বল দখলের লড়াইয়েও টক্কর দিয়েছে তাদের। ৪৭ মিনিটে রাকিবের ক্রসে সাজ্জাদ আগুয়ান গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি। মিনিট পাঁচেক পর তুর্কমেনিস্তানের আক্রমণ। সতীর্থের কাটব্যাক থেকে ফাঁকায় আমানভের প্লেসিং শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

৫৪ মিনিটে ইব্রাহিমের ক্রসে সাজ্জাদ ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। বল চলে যায় দূরের পোস্ট দিয়ে। এরপরই ফয়সাল আহমেদ ফাহিম, মাহবুবুর রহমান সুফিল ও সোহেল রানারা মাঠে নামেন। তাতে অবশ্য বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি।

বাংলাদেশের সুযোগ হাতছাড়া করার মিছিলে দান জিতে নেয় তুর্কমেনিস্তানের অধিনায়ক। ৭৭ মিনিটে আনাদুরদিয়েভ আলতিমারাতের ক্রসে বদলি নেমে আমানভ ৬ গজ দূরত্বে থেকে প্লেসিং করে দেন। ইয়াসিন আরাফাত পেছন থেকে চেষ্টা করলেও পারেননি আটকাতে। তুর্কমেনিস্তান লিড নেয় ২-১ ব্যবধানে।

এরপর ম্যাচের৯০ মিনিটে এসে জামালের ফ্রি কিকে ৬ গজ দূরত্বে থেকে ফাঁকায় থাকা টুটুল হোসেন বাদশা শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে যায়। এতেই ভাগ্য পুড়ে বাংলাদেশের। আর ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়াদের।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ বাছাইপর্ব বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর