নির্বাচক প্যানেলে যুক্ত হওয়ার দৌড়ে এগিয়ে হান্নান ও শিপন
৮ জুন ২০২২ ২১:২৮ | আপডেট: ৮ জুন ২০২২ ২১:২৯
বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক উঠলেও বর্তমান নির্বাচক প্যানেল আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে খেলা বেড়ে যাওয়াতে কাজের পরিধি বেড়েছে বলে তিন জনের জায়গায় নির্বাচক প্যানেলকে পাঁচ সদস্যে বৃদ্ধি করা হবে বলেছিলেন তিনি। শোনা যাচ্ছে, নতুন করে যুক্ত হওয়ার এই দৌড় সবচেয়ে এগিয়ে আছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার ও সাজ্জাদ আহমেদ শিপন।
গত সপ্তাহের বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানো হচ্ছে। আগামী ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নির্বাচকের দায়িত্বে থাকবেন তারা। পাপন জানান, খুব শিগগিরই নতুন অন্য দুজন নির্বাচককে যুক্ত করা হবে।
বোর্ডের একটি সূত্র বলছে, নতুন দুজন নির্বাচক হিসেবে হান্নান সরকার ও সাজ্জাদ আহমেদ শিপনকে প্রাথমকিভাবে নির্বাচন করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানিয়েছে সূত্রটি।
জানা গেছে, নতুন করে নির্বাচক প্যানেলে যুক্ত হতে যাওয়া দুজন নির্বাচককে এইচপি ইউনিট, বাংলাদেশ টাইগার্স ও ‘এ’ দলের দায়িত্ব দেওয়া হবে।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর থেকেই দেশের ঘরোয়া পর্যায়ে বিভিন্নভাবে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আছেন হান্নান সরকার ও সাজ্জাদ আহমেদ শিপন।