Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেঙেই গেল পিকে-শাকিরার সম্পর্ক

স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২২ ২০:২৯ | আপডেট: ৪ জুন ২০২২ ২০:৩৬

গত কয়েক দিনের গুঞ্জনের পর অবশেষে ভেঙেই গেল বার্সেলোনার স্প্যানিশ তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে ও বিখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরার সম্পর্ক। অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোসহ কদিন ধরে বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছিল পিকের বিরুদ্ধে।

শনিবার (৪ জুন) স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, এজেন্সির মাধ্যমে বিবৃতি দিয়ে পিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন শাকিরা। আনুষ্ঠানিক বিবৃতিতে শাকিররার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের সন্তানরা, যারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ভালোর জন্য আমরা তাদের ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তা রক্ষার আহ্বান জানাচ্ছি। বিষয়টি বুঝতে পারার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

বিজ্ঞাপন

স্প্যানিশ গণমাধ্যমে কদিন ধরেই প্রচার হচ্ছে, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পিকে। শাকিরা বিষয়টি জেনে যাওয়ার পর ঘর ছাড়তে হয়েছে পিকেকে। কয়েক দিন ধরে বার্সেলোনার অন্য একটি বাড়িতে থাকতে দেখা যাচ্ছে স্প্যানিশ তারকা ফুটবলারকে।

২০১০ সালের ফুটবল বিশ্বকাপের গান তৈরি করতে গিয়ে পরিচয় পিকে ও শাকিরার। ৩৫ বছর বয়সী পিকে এবং ৪৫ বছর বয়সী শাকিরা এরপর এক ছাদের নিচে থেকেছেন ১২ বছর। নয় বছর বয়সী একটি ছেলে ও সাত বছর বয়সী একটি মেয়েও আছে তাদের। তবে বিয়ের বিষয়ে উদাসীন ছিলেন এই জুটি।

কিছুদিন আগে শাকিরা বলেছিলেন, বিয়ের পর অনেক সময় সঙ্গীর প্রতি অবহেলা বাড়ার একটা প্রবনতা দেখা যায়। মূলত এই কারণেই বিয়ের কথা ভাবছেন না। কিন্তু এতো আয়োজনের পরও সম্পর্কটা টিকিয়ে রাখা গেল কই!

সারাবাংলা/এসএইচএস

জেরার্ড পিকে শাকিরা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর