অধিনায়কত্ব প্রশ্নে মিরাজ— সাকিব ভাই থাকতে কীভাবে সম্ভব!
৩ জুন ২০২২ ১৮:০৪ | আপডেট: ৩ জুন ২০২২ ১৮:০৬
একদিন আগে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। শোনা যাচ্ছে, বিবেচনায় ছিল মেহেদি হাসান মিরাজের নামও। মিরাজ অবশ্য এই প্রশ্ন গায়েই মাখলেন না। বলেছেন, সাকিব ভাই আছেন যেখানে সেখানে আমি কীভাবে?
মুমিনুল হক অধিনায়কত্ব ছাড়ার আগ থেকেই টেস্ট অধিনায়ক হিসেবে সাকিবের নাম আলোচনায় ছিল। তবে বৃহস্পতিবার টেস্ট অধিনায়ক ঘোষণার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, বিবেচনায় ছিল তিনটি নাম। তার মধ্য থেকে অধিনায়ক হিসেবে সাকিব ও সহ-অধিনায়ক হিসেবে লিটন দাসকে বিবেচনা করা হয়েছে। সেখান থেকেই প্রশ্নটা ঘুরছে, তাহলে বিবেচনায় থাকা তৃতীয় ক্রিকেটার কে?
শোনা যাচ্ছে, এই তৃতীয় ক্রিকেটার হিসেবে আলোচনায় ছিল মিরাজের নাম। এদিকে মিরাজ বলছেন, এই মুহূর্তে টেস্ট দলের নেতৃত্বে সাকিব আল হাসানই সবচেয়ে উপযুক্ত।
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান মিরাজ। শুক্রবার (৩ জুন) পুরস্কার বিতরণি অনুষ্ঠানে অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো মিরাজকে।
অধিনায়কত্ব না পাওয়ার বিষয়টি কীভাবে দেখছেন? মিরাজ বলেছেন, ‘ভাই, হয়নি বলতে কী? সাকিব ভাই যেখানে আছে, সেখানে কীভাবে কী? সাকিব ভাই তো মনে করেন বাংলাদেশকে অনেক দিন নেতৃত্ব দিচ্ছে। সাকিব ভাই অভিজ্ঞ খেলোয়াড়। বর্তমানে আমাদের দলের অবস্থা অনুযায়ী আমি মনে করি সাকিব ভাই সেরা। আরও যে সিনিয়র আছে, দায়িত্ব নেওয়াটা গুরুত্বপূর্ণ। ’
‘আমরা এখন আস্তে আস্তে খেলছি, তাদের দেখে শিখছি। তাদের দেখে শিখবো, আমাদের অভিজ্ঞতা আরও ভালো হবে। অনেক সময় আছে। এটা নিয়ে আমি চিন্তিত না। যেটা আপনি বললেন, নাম আছে। এটা নিয়ে মাথাব্যথা নেই। মাথাব্যথা হলো কীভাবে পারফর্ম করতে হবে, দেশকে কীভাবে ভালো খেলে এগিয়ে নিতে হবে।’
অধিনায়ক হওয়ার ইচ্ছাও কখনো জাগেনি বলেছেন মিরাজ, ‘আমি এটাই চেষ্টা করি সবসময় যে নিজে প্রতিনিয়ত পারফর্ম করার জন্য। যেটা আপনি বলেছেন (অধিনায়কত্ব), কখনও আমার মাথায়ও ঢুকেনি। কারণ নিজের পারফরম্যান্স এবং দল কীভাবে রেজাল্ট করে এটা নিয়েই সবসময় চিন্তা করি।’
সারাবাংলা/এসএইচএস