নান্নু-বাশারদের মেয়াদ বাড়ল ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত
২ জুন ২০২২ ১৯:৫৭ | আপডেট: ২ জুন ২০২২ ২০:০১
বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠলেও আপাতত অপরিবর্তিতই থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেল। মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই তিনজন থাকছেন নির্বাচক প্যানেলে। কাজের ব্যপ্তি বৃদ্ধি হওয়ায় প্যানেলে আরও দুজনকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) মিরপুরের বিসিবি কার্যালয়ে বোর্ড মিটিং করেছেন পরিচালকরা। বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
সাংবাদিকদের তিনি জানান, ‘আমাদের প্যানেলে এখন তিনজন আছেন। আমরা ক্রিকেট অপারেশন্সকে বলেছিলাম নতুন কারও নাম সুপারিশ করতে। তারা সেটি করতে পারেনি। তবে অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। এর সঙ্গে আরও দুজন নির্বাচক বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এতো। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।’
জানা গেছে, নতুন দুজন নির্বাচকের বিবেচনায় আছেন সাজ্জাদুল হক শিপন, হান্নান সরকার ও মেহরাব হোসেন অপি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর নির্বাচক প্যানেলকে নিয়ে প্রশ্ন উঠেছিল। নাঈম শেখকে দিয়ে টেস্ট খেলানো এবং সাইফ হাসানকে দিয়ে টি-টোয়েন্টি খেলানোসহ ইত্যাদি বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনার মুখে পরতে হয়েছিল মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বের নির্বাচন প্যানেলকে।
শোনা যাচ্ছিল, নির্বাচক প্যানেলে পরিবর্তনের চিন্তা শুরু করে দিয়েছিল বোর্ড। কিন্তু উপযুক্ত বিকল্প না পাওয়াতে শেষ পর্যন্ত অপরিবর্তীই থাকল ক্রিকেট দলের গুরুত্বপূর্ন এই জায়গাটি।
সারাবাংলা/এসএইচএস