Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরাথের ক্লাসে অনেক কিছুই শিখছেন স্পিনাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ২১:১৫ | আপডেট: ২৯ মে ২০২২ ২১:১৮

তড়িঘড়ি করে ৩২ স্পিনারকে ডেকে রঙ্গনা হেরাথের অধিনে অনুশীলন ক্যাম্প করাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য শেষ হওয়া শ্রীলংকা সিরিজে অফস্পিনারের জন্য রীতিমতো হাহাকার পরে গিয়েছিল। তার সমাধান খুঁজতেই বিসিবির এই উদ্যোগ। এতে তরুণ স্পিনাররা বেশ ভালোই শিখছেন।

একটা সময় অফস্পিনের ঘাটি বলা হতো বাংলাদেশকে। কিন্তু সেই দেশে এখন অফস্পিনারের জন্য হাহাকার! শ্রীলংকার বিপক্ষে গত টেস্ট সিরিজের আগে অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরিতে পরেন। তার অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্টে নাঈম হাসান খেলেন এবং ছয় উইকেট নিয়ে প্রত্যাশা পূরণও করেন। কিন্তু সেই টেস্টেই নাঈমও ইনজুরিতে পরলে তার বিকল্প স্পিনার আর খুঁজে পায়নি বাংলাদেশ!

বিজ্ঞাপন

পরে খণ্ডকালিন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ, যেটা উল্টো বুমেরাং হয়েছে। ঢাকা টেস্টে পুরো ব্যর্থ হয়েছেন মোসাদ্দেক। সাকিব আল হাসান বলেছিলেন, ম্যাচে একজন বিশেষজ্ঞ স্পিনারের অভাস অনুভব করেছেন বারবার। ম্যাচটা শেষ পর্যন্ত ১০ উইকেটে হারে বাংলাদেশ।

তারপরই স্বল্প সময়ের আয়োজনে ৩২ স্পিনারকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বিসিবি। স্পিন কোচ রঙ্গনা হেরাথের এই ক্যাম্পে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা, জাতীয় দলে খেলা স্পিনারদের সঙ্গে তরুণ সম্ভবনাময় কিছু স্পিনারও আছে। ক্যাম্প থেকে অনেক কিছুই শিখতে পারছেন জানালেন তরুণ স্পিনাররা।

রোববার (২৯ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্পের দ্বিতীয় দিনের অনুশীলনের ফাঁকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ স্পিনার রকিবুল হাসান বলেন, ‘তিনি (হেরাথ) ভেঙে ভেঙে (ট্রেনিং) করাচ্ছেন শুরু থেকে। বেশি জোর দেওয়া হচ্ছে মানসিক ও কৌশলগত। টেকনিকের দিক থেকে সবাই ঠিক আছে, ঠিক আছে দেখেই এখানে এসেছেন। উনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন, মানসিক ও কৌশলগত দিক থেকে যে যত ভালো হবে সে তত ভালো ফল বয়ে আনতে পারবে।’

বিজ্ঞাপন

ক্যাম্প থেকে ভালো কিছু শেখার প্রত্যাশা তরুণ স্পিনারের, ‘প্রথম দিনের অভিজ্ঞতা খুবই ভালো। মনে হলো উনার সঙ্গে কাজ করতে পারলে আমাদের স্পিনারদের অনেক সাহায্য হবে। ভেঙে ভেঙে সহজভাবে বুঝিয়ে দিতে পারেন কাজগুলো। আজকে ছোট ছোট কিছু ড্রিল হয়েছে। কালকে আরও নির্দিষ্ট করে কিছু কাজ হবে। আশা করি ভালো কিছু নিয়ে যেতে পারবো এখান থেকে।’

যুব বিশ্বকাপ জয়ী আরেক তরুণ স্পিনার হাসান মুরাদের এর আগেও হেরাথের সঙ্গে কাজ করা হয়েছে। বাংলাদেশ দলের নেটে বোলিং করার সময় হেরাথের পরামর্শ পেয়েছিলেন মুরাদ।

মুরাদ বলেন, ‘হ্যাঁ তার (হেরাথ) সাথে আগেও কাজ করা হয়েছে আমার। আজকে তেমন বেশি না, ভিডিও ক্লিপগুলো নিয়েছেন। এগুলো দেখে কাল আমাদের জানাবেন। ভিডিও দেখে কোনো জায়গায় কারেকশন করা লাগলে সেটা করবেন তিনি।’

সারাবাংলা/এসএইচএস

বিসিবি রঙ্গনা হেরাথ স্পিনারদের ক্যাম্প

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর