উইকেটশূন্য প্রথম সেশনে লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলংকা
২৬ মে ২০২২ ১২:০০ | আপডেট: ২৬ মে ২০২২ ১৩:৪২
মিরপুর টেস্টের তৃতীয় দিনটা যেখানে শেষ করেছিল চতুর্থ দিনের শুরুটা সেখান থেকেই করেছে শ্রীলংকা। ৫ উইকেটে ২৮২ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দীনেশ চান্দিমালের অর্ধশতকে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। এতেই ৪ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলংকা।
বৃষ্টিতে দিনের বেশিরভাগ সময় ড্রেসিংরুমে কাটানোর পরেও ৫১ ওভারের খেলা মাঠে গড়ায়। এতেই নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যায় লংকানরা। অ্যাঞ্জেল্ট ম্যাথিউস আর ধনঞ্জয়া ডি সিলভার অর্ধশতকে লংকানদের অবস্থান শক্ত হয়। এরপর দীনেশ চান্দিমালকে নিয়ে লড়াই চালিয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। তৃতীয় দিন ৮৩ রানে পিছিয়ে থেকে শেষ করে তারা।
চতুর্থ দিনের প্রথম সেশনটা দুর্দান্ত করে দুই লংকান ব্যাটার। ম্যাথিউস এই সিরিজে দ্বিতীয় সেঞ্চুরির পথে থাকেন। অন্যদিকে অর্ধশতক তুলে নেন দীনেশ চান্দিমাল। আর তাতেই বাংলাদেশের ৩৬৫ রান টপকে মিরপুর শের-ই-বাংলায় লিড নেয় লংকানরা।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১৩০ ওভারে ৩৬৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় লংকানরা। ম্যাথিউস ৯৩ আর চান্দিমাল ৬১ রানে অপরাজিত আছেন। শ্রীলংকা এগিয়ে আছে ৪ রানে।
সারাবাংলা/এসএস