বাংলাদেশ টাইগার্স দলে সৌম্য, রাহী, সাব্বির
২৫ মে ২০২২ ২১:১৩ | আপডেট: ২৬ মে ২০২২ ০০:৩৩
জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের উন্নত অনুশীলনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে তৈরি ‘বাংলাদেশ টাইগার্স’ প্রগ্রামের দলে ডাকা হয়েছে সৌম্য সরকার, সাব্বির রহমান, নাইম শেখ, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুনের মতো ক্রিকেটাররা।
বুধবার (২৬ মে) এক বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ টাইগার্সে’র পরবর্তী ক্যাম্পের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে আগামী ২৭ মে থেকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প হবে ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত। এরপর এক সপ্তাহের বিরতিতে ১২ জুন থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড:
সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বী, আশিক উল আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ চৌধুরি রাহী, কামরুল ইসলাম রাব্বী, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ জেম, আবদুল হালিম, মাইশুকুর রহমান রিয়াল, হাসান মাহামুদ, রাকিন আহমেদ, সৈকত আলী ও নাজমুল ইসলাম অপু।