বৃষ্টিতে মিরপুর টেস্টের খেলা বন্ধ
২৫ মে ২০২২ ১২:২৬ | আপডেট: ২৫ মে ২০২২ ১২:৩০
মিরপুর টেস্টে মধ্যাহ্ন বিরতির খানিক আগে হঠাৎ করেই বৃষ্টির আগমন। যাতে বন্ধ হয়ে গেছে খেলা। পরে সেখানে মধ্যাহ্ন বিরতি ঘোষণা করেছেন আম্পায়াররা। খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ২১০ রান।
বুধবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের সকালটা দারুণ কেটেছে বাংলাদেশের। সকাল সকাল শ্রীলংকার দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। সেই স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বৃষ্টির হানা।
মধ্যাহ্ন বিরতির আগে আজ ২৫ ওভার খেলা হওয়ার কথা ছিল। সাকিব আল হাসান দিনের ২৫তম ওভারের প্রথম বলটি করতেই বৃষ্টি নামে মিরপুরে।
তার আগে শ্রীলংকার দুই ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস ২৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩০ রানে অপরাজিত ছিলেন। আজ সকালে শ্রীলংকার নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে সরাসরি বোল্ড করেন ইবাদত হোাসেন। শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ব্যক্তিগত ৮০ রানের মাথায় দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড করেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত শ্রীলংকার পতন হওয়া চার উইকেটের দুটি পেয়েছেন সাকিব, দুটি ইবাদত।