মিরপুর টেস্টে ভালোই জবাব দিচ্ছে শ্রীলংকা
২৪ মে ২০২২ ১৮:২৫ | আপডেট: ২৪ মে ২০২২ ১৯:৪২
শুরুর বিপর্যয়ের পর শ্রীলংকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৬৬ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। শ্রীলংকাও অবশ্য বেশ ভালোই জবাব দিচ্ছে। আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেটে ১৪৩ রান তুলেছেন সফরকারীরা। অর্থাৎ লংকানরা পিছিয়ে ২২২ রানে। হাতে আট উইকেট।
মঙ্গলবার (২৪ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ৩৬৬ রানের জবাবে শ্রীলংকার শুরুটা হয়েছিল দারুণ। প্রথম উইকেটে ৯৫ রানের দারুণ এক জুটি গড়েন সফরকারী দলের দুই ওপেনার ওসাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। ওসাদা ফার্নান্দোর বেশ কয়েকটি হাফ চান্স নিতে পারেনি বাংলাদেশ।
তবে ফিফটি করার পর বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। ইবাদত হোসেনের গুড লেংথের বলে চালাতে গিয়ে প্রথম স্লিপে নাজমুল হাসান শান্তর ক্যাচ হয়েছেন ফার্নান্দো। ফেরার আগে ৯১ বলে ৮টি চার ১টি ছয়ে করেছেন ৫৭ রান।
এরপর কুশল মেন্ডিসকে নিয়ে দলকে টানতে থাকেন করুনারত্নে। তবে বুকের ব্যাথা নিয়ে গতকাল মাঠ ছাড়ার পর ব্যাটিংয়ে নামবেন কি-না তা নিয়ে শঙ্কা তৈরি করা মেন্ডিস আজ ব্যাটিংয়ে নামলে ক্রিজে থাকতে পারেননি বেশি সময়। সাকিব আল হাসানের দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন ব্যক্তিগত ১১ রানের মাথায়। দিনের শেষ বিকেলটা নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন করুনারত্নে। দিন শেষে লংকান অধিনায়ক অপরাজিত ৭০ রানে।
এর আগের গল্পটা মুশফিকুর রহিমময়। আগের দিনই লিটন দাসের সঙ্গে কাব্যিক এক জুটি গড়ে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট পরে যাওয়া বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। আজ ভালো অবস্থানে পৌঁছা বাংলাদেশকে আরও শক্ত অবস্থানে নিয়েছেন। দিনের খেলা শুরু হওয়ার সময় মুশফিক অপরাজিত ছিলেন ১১৫ রানে, লিটন ১৩৫ রানে।
আগের দিন দুর্দান্ত ব্যাটিং করা লিটন অবশ্য আজ খুব বেশিদূর এগুতে পারেননি। ব্যক্তিগত ১৪১ রান করে আউট হয়েছেন দলীয় ২৯৬ রানের মাথায়। ইনিংসে চার মেরেছেন ১৬টি, ছক্কা ১টি।
তারপর আরেকটা ব্যাটিং ঘসের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। অনেকদিন পর টেস্ট দলে ফেরা মোসাদ্দেক ফিরেছেন লিটন ফেরার ওভারেই। তবে অপর প্রান্তে অবিচল ছিলেন মুশফিক। তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে তোলেন ৪৯ রান। পরে খালেদ আহমেদ, ইবাদত হোসেনদের উইকেট বাঁচিয়ে রেখে দলের রান বাড়াচ্ছিলেন।
একটা সময় মনে হচ্ছিল আরেকটা ডাবল সেঞ্চুরি বুঝি পেয়ে যাচ্ছেন আগের ইনিংসেও সেঞ্চুরি পাওয়া মুশি। ইবাদত হোসেন রান আউট হওয়াতে সেটা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১৭৫ রান করে। মুশফিকের ৩৫৫ বলের ইনিংসে চারের মার ২১, ছক্কা নেই।
শ্রীলংকার হয়ে কাসুন রাজিথা ৫টি ও আসিথা ফার্নান্দো ৪টি উইকেট পেয়েছেন।
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মুশফিকুর রহিম লিটন দাস সাকিব আল হাসান