দেড়শ পেরিয়ে বাংলাদেশকে মধ্যাহ্ন বিরতিতে নিলেন মুশফিক
২৪ মে ২০২২ ১২:৪৯ | আপডেট: ২৪ মে ২০২২ ১৩:৪৭
মিরপুর টেস্টে প্রথম দিনের সকালটাই যেন দ্বিতীয় দিনে নেমে এলো। দিনের শুরুতেই প্রথম দিনে শতক হাঁকান লিটন দাস ফিরলেন এরপর শূন্যতে ফিরলেন মোসাদ্দকে হোসেন সৈকত। এরপর তাইজুলকে নিয়ে দুর্দান্ত জুটি গড়েন মুশফিক তবে তাইজুল ফিরলে দ্রুত আরও একটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে মুশফিকুর রহিমের দেড়শ পেরুনো ইনিংসে ভর করে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশকে নিয়ে গেছেন তিনি।
৫ উইকেটে ২৭৭ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে মুমিনুল হকের দল। এরপর দ্বিতীয় দিনের শুরুটা বেশ সাবধানে করেছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কিন্তু হঠাত ছন্দ পতন বাংলাদেশের। এক ওভারে জোড়া শিকার ধরে বাংলাদেশকে চাপে ফেলে দিলেন কাসুন রাজিথা। চার বলের মধ্যে এই পেসার ফিরিয়ে দিলেন লিটন ও মোসাদ্দেক হোসেনকে।
৯৩ ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের ওপর লেংথে করেন রাজিথা। হালকা ভেতরে ঢোকা বল লিটনের ব্যাটের বাইরের কানা নিয়ে যায় দ্বিতীয় স্লিপে। নিচু ক্যাচ দারুণ দক্ষতায় মুঠোয় জমান কুসল মেন্ডিস। লিটন থামলেন ২৪৬ বলে ১৬টি চার ও একটি ছক্কায় ক্যারিয়ার সেরা ১৪১ রান করে। তার বিদায়ে ৫১৩ বলে ২৭২ রানের রেকর্ড জুটি থামল। এরপর তিন বছর পর টেস্ট দল ফেরা মোসাদ্দেক ফিরে গেলেন দুই বল খেলেই। সুইং করে বেরিয়ে যাওয়া বল খোঁচা দিয়ে শূন্য রানে কিপারের গ্লাভসে ধরা পড়লেন তিনি। এই সাফল্যের সঙ্গে টেস্ট ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন রাজিথা।
দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশের ওপর বাড়লেও তা দূর করলেন মুশফিকুর রহিম। দারুণ গতিতে রান তুলেছেন তিনি। ২৯১ বলে ছুঁয়ে ফেললেন দেড়শ রানের মাইলফলক।টেস্ট ক্যারিয়ারে ডানহাতি এই ব্যাটসম্যানের পঞ্চম দেড়শ ছাড়ানো ইনিংস। শ্রীলংকার বিপক্ষে খেললেন দ্বিতীয়বার।
এরপর ৮ম উইকেটে তাইজুলের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে বাংলাদেশের রান সাড়ে তিনশতে নিয়ে যান মুশি। তবে ১০৬তম ওভারের পঞ্চম বলটি শরীর তাক করে শর্ট করেন আসিথা। খেলবেন না ছেড়ে দেবেন দ্বিধায় ছিলেন তাইজুল। শেষ মুহূর্তে তার গ্লাভস ছুঁয়ে বল জমা পড়ে কিপারের গ্লাভসে। প্রথম টেস্টে অবশ্য একই ধরনের বলে শট খেলেন তাইজুল। ব্যাটে-বলে ঠিকমতো করতে না পেরে ধরা পড়েন ফাইন লেগে। ৩৭ বলে ২ চারে ১৫ রান করা তাইজুলের বিদায়ে ভাঙে ৪৯ রানের জুটি।
তাইজুল ইসলামকে ফেরানোর পরের ওভারে এসেই সৈয়দ খালেদ আহমেদের শিকার ধরলেন আসিথা ফার্নান্দো। রানের খাতা খুলতে পারলেন না বাংলাদেশের দশ নম্বর ব্যাটার। আসিথার বাউন্সারে খালেদের ব্যাটের কানা নিয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে।
শেষ উইকেটে ইবাদত হোসেনকে নিয়ে লড়ছেন মুশফিকুর রহিম। আর তার দৃঢ়তায় বাংলাদেশ টিকেছে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত। ১১৩ ওভারে ৯ উইকেটে ৩৬১ রান তুলে বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৭১ আর ইবাদত ০ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস