Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপর্যয়ের মুখে মুশফিকের আরেকটি সেঞ্চুরি


২৩ মে ২০২২ ১৬:৪৬ | আপডেট: ২৩ মে ২০২২ ১৭:৫৬

মাত্র ২৪ রানে দল ৪ উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন। খানিক বাদে বাংলাদেশ হয়ে পড়ল ২৪/৫। এমন বিপর্যয় কাটাতে ধৈর্য, মনোযোগ, নিবেদন যা যা প্রয়োজন ছিল মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে তার সবই দেখা গেল। তাতে একদিকে বিপর্যয়ের মুখ থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অন্যদিকে আরেকটা টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন মুশফিকুর রহিম।

চলতি শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন। ঢাকায় তার পরের ইনিংসেই আজ আরেকটা সেঞ্চুরি পেলেন অভিজ্ঞ ক্রিকেটার। এই সিরিজের আগে অনেকদিন ব্যাট হাসেনি মুশফিকের। তাতে সমালোচনাও হচ্ছিল টুকটাক। ব্যাটের শক্তিতেই সমালোচনার একটা জবাব দিলেন তিনি।

বিজ্ঞাপন

পবিত্র হজ পালন করতে যাবেন বলে আসন্ন ওয়েস্ট ইন্জিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন। অর্থাৎ সম্ভাব্য আটটি ম্যাচ মিস করবেন মুশফিক। টানা দুই সেঞ্চুরি হয়তো সেই আক্ষেপটা কমিয়েই দিবে ৩৫ বছর বয়সী ক্রিকেটারের।

সোমবার (২৩ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট পরে যাওয়ার পর মুশফিকুর রহিম এবং লিটন দাস যখন ব্যাটি করছিলেন তাখন তাদের রীতিমতো ছেঁকে ধরেন শ্রীলংকান ফিল্ডাররা। স্লিপে ছয়জনকেও দাঁড়াতে দেখা গেল একটা সময়, উইকেরক্ষকসহ সাতজন!

দাঁতে দাঁত চেপে লংকানদের আক্রমণ হজম করেছেন দুজন। লিটন মাঝে মধ্যে আক্রমণ করলেও মুশফিককে কোনও ঝুঁকিই নিতে দেখা যায়নি। ১১২ বলে ফিফটি পেয়েছেন মুশি। সেঞ্চুরি পূর্ণ করেছেন ২১৮ বলে। ২১৮ বলে ১১টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার।

৮১ টেস্টের ক্যারিয়ারে মুশফিকের এটা নবম সেঞ্চুরি। এর আগে ১৮ ইনিংসে সেঞ্চুরিহীন থাকা মুশফিক পরপর দুই ইনিংসে পেলেন দুই সেঞ্চুরি। ষষ্ঠ উইকেটে ২২৪ রান তুলে এখনো অবিচ্ছিন্ন লিটন দাস-মুশফিকুর রহিমের জুটি। টেস্টে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।

বিজ্ঞাপন

টপ নিউজ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর