Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠ থেকে হাসাপাতালে মেন্ডিস


২৩ মে ২০২২ ১৪:৪০ | আপডেট: ২৩ মে ২০২২ ১৪:৪৫

বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়া শ্রীলংকান ক্রিকেটার কুশল মেন্ডিসকে হাসপাতালে নেওয়া হয়েছে। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

সোমবার (২৩ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকা দ্বিতীয় টেস্টের মধ্যাহ্ন বিরতির খানিক আগে বুকে ব্যথা অনুভব করেন মেন্ডিস।

বিজ্ঞাপন

ইনিংসের ২৩তম ওভারে বোলিংয়ে ছিলেন শ্রীলংকান পেসার কাসুন রাজিথা, ব্যাটিংয়ে মুশফিকুর রহিম। মেন্ডিস দাঁড়িয়ে ছিলেন দ্বিতীয় স্লিপে। ওভারের দ্বিতীয় বলের পর মনে হলো কোনও একটা সমস্যা হচ্ছে মেন্ডিসের।

খানিক বাদে এক হাত দিয়ে বুক চেপে ধরে বসে পড়েন তিনি। মাঠে ছুটে আসেন শ্রীলংকা দলের ফিজিও। প্রথমে স্ট্রেচারের ইশারা করা হলেও শেষ পর্যন্ত হেঁটেই মাঠ ছাড়েন মেন্ডিস। মাঠ থেকে সরাসরি চিকিৎসকদের রুমে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক পরীক্ষা করানো হয়। পরে অধিকতর পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে শ্রীলংকার এই টপ অর্ডার ব্যাটারকে।

মেন্ডিসের বদলি হিসেবে ফিল্ডিং করছেন কামিন্দু মেন্ডিস।

কুশল মেন্ডিস বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর