Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব-তামিমদের অসহায় আত্মসমর্পণে বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২২ ১১:০২

মিরপুরের আকাশে বাংলাদেশের জন্য দুর্যোগের ঘনঘটা। টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ৭ ওভারের ভেতরেই ড্রেসিংরুমে ফিরেছেন ৫ ব্যাটার। শূন্য রানে ফিরেছেন জয়, তামিম আর সাকিব। ৮ ও ৯ রানে যথাক্রমে ফিরেছেন শান্ত এবং অধিনায়ক মুমিনুল। এতেই মাত্র ৬.৫ ওভারে ২৪ রানে ৫ উইকেটের হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ।

ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়েছে। শুরুটা ম্যাচের দ্বিতীয় বলেই। কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে কোনো রান করার আগেই ফিরলেন মাহমুদুল হাসান জয়।  এরপর জয়ের মতো কোনো রান না করে বিদায় নিলেন তামিম ইকবালও। বাংলাদেশ দুই ওপেনারকে হারাল প্রথম দুই ওভারেই। এই নিয়ে ৬৭ টেস্টে ১০ম বার শূন্য রানে ফিরলেন তামিম।

বিজ্ঞাপন

এদিকে টাইগার দলপতি ব্যর্থতার বলয় ছিঁড়তেই পারছেন না। আলগা শট খেলে দলকে বিপদে ফেলে আজিথা ফার্নান্দোর দ্বিতীয় শিকার হয়ে ফিরলেন মুমিনুল হক। ফেরার আগে ৯ বলে দুটি চারে ৯ রান করতে পেরেছিলেন অধিনায়ক। এই নিয়ে টানা ৬ ইনিংসে তিনি বিদায় নিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। সবশেষ ১৪ ইনিংসের ১১টিতেই তিনি স্পর্শ করতে পারলেন না ১০।

৯ বলের বিরতির পর আবারও বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আঘাত হানেন রাজিথা। রাউন্ড দ্যা উইকেটে এসে ক্রিজের বেশ দূর থেকে বল করেন রাজিথা। সেই অ্যাঙ্গেলেই বিভ্রান্ত হন শান্ত। একটু ভেতরে ঢোকা বলে সামনে অনেক পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাট-প্যাডের মধ্যে ফাঁক রয়ে যায় অনেক। সেখান দিয়েই বল ভেতরে ঢুকে আঘাত করে স্টাম্পে। কয়েকবার ডিগবাজি খেয়ে স্টাম্প চলে যায় কিপারের কাছে। এতেই ফিরলেন শান্ত। ২১ ব্বলে ৮ রান করে তিনি ফেরেন দলীয় ২৪ রানে।

বিজ্ঞাপন

উইকেটে আসেন ভরসার প্রতীক সাকিব আল হাসান। কিন্তু ডুবালেন তিনিও। প্রথম বলে রাজিথার সুইং সামলাতে পারেননি সাকিব। ক্রস ব্যাটে খেলতে গিয়ে মিস করেন বল আর সোজা তা গিয়ে আঘাত হানে সামনের পায়ে। লংকানদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। সাকিব নেন রিভিউ তবে রিভিউতে দেখা যায় স্টাম্প সামান্য ছুঁয়ে গেছে বল আর আম্পায়ারের সিদ্ধান্তের কারণেই আউট দেওয়া হয় সাকিবকে। ২৪ রানে বাংলাদেশ পরিণত হয় ৫ উইকেট হারানোর দলে।

রাজিথার ঝুলিতে ওঠে তিনটি উইকেট বাকি দুটি নেন আজিথা ফার্নান্দো।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেটে ৩১ রান। মুশফিকুর রহিম ১৪ আর লিটন দাস শূন্য রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ দ্বিতীয় টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলংকা ব্যাটিং বিপর্যয় মিরপুর টেস্ট

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর