Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন শ্রীলংকা কোচ


২২ মে ২০২২ ২৩:৩৮ | আপডেট: ২৩ মে ২০২২ ০০:২৭

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও ম্যাচের বেশিরভাগ সময় বাংলাদেশই এগিয়ে ছিল। শ্রীলংকাও অবশ্য ছেড়ে কথা বলেনি। খাদের কিনারা থেকে হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে জবাব দিয়েছেন লংকানরা। শেষ পর্যন্ত ড্র’তে নিস্পত্তি হয়েছে চট্টগ্রাম টেস্ট। রাত পোহালেই মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে দুই দল। ম্যাচের আগে মিরপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন শ্রীলংকান কোচ ক্রিস সিলভারউড।

বিজ্ঞাপন

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়ে ৪৬৫ রান তুলেছিল বাংলাদেশ। শ্রীলংকা তাদের প্রথম ইনিংসে তোলে ৩৯৭ এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬০। মিরপুরে অবশ্য অমন ব্যাটিং কেন্দ্রীক লড়াই হওয়ার সম্ভবনা কম। মিরপুরের উইকেট বরাবরই স্পিনারদের জন্য সহায়ক, ব্যাটার বা পেসারদের জন্য কঠিন।

এদিকে বাংলাদেশ এবং শ্রীলংকা দুই দলেই ভালো মানের স্পিনারও আছে। সে কারণেই হয়তো আগেভাগে হাড্ডাহাড্ডি যুদ্ধের আভাস পাচ্ছেন সিলভারউড।

আগামীকাল সোমবার (২৩ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ-শ্রীলংকা। তার আগে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিলভারউড বলেন, ‘আমার মনে হয় না ম্যাচটি সহজ হবে। দুই দলই জিততে চায়। গত ম্যাচে বেশ কঠিন লড়াই হয়েছে। কখনও কখনও মোমেন্টাম খুব দ্রুত বদলে গেছে। বাংলাদেশ কখনও কখনও আমাদেরকে খাদের কিনারায় নিয়ে গেছে, আমরা সেখান থেকে লড়াই করে ম্যাচে টিকে থেকেছি। আমার মনে হয়, এখানেও এমনই হবে। এখানে খেলা হয়তো আরও গতিময়তায় সামনে এগোবে। এটার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। রোমাঞ্চকর ক্রিকেটের জন্য মুখিয়ে আছি আমি ‘

রোমাঞ্চকর ক্রিকেট শেষে শ্রীলংকা জিততে চায় সেটাও বললেন সিলভারউড। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে চরম বিপর্যয় পার করছে শ্রীলংকা। দেশ ছাড়ার আগেই লংকানরা বলে রেখেছিলেন বাংলাদেশকে হারিয়ে এমন পরিস্থিতিতে দেশের মানুষের মুখে একটু হাসি ফোটাতে চান। আজ সিলভারউডও সেই কথায় সুর মেলালেন।

তিনি বলেন, ‘ক্রিকেটারদের মনোযোগ এই ম্যাচে। তারা জানে যে সামনে কঠিন পরীক্ষা। দারুণ চ্যালেঞ্জ এটি। আমরা জিততে পারলে দারুণ হবে, দেশের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। বাংলাদেশও এরকম কিছু চাইবে। লড়াই তাই দারুণ জমবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মিরপুর টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর