Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আইসিসি প্রধান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ মে ২০২২ ১৫:১০

দুই দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন আইসিসি’র প্রধান গ্রেগ বার্কলে। রোববার (২২ মে) দুপুর ১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। তিনি জানান, বিমানবন্দর থেকেই সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন আইসিসি প্রধান।

দুই দিনের সফরে বাংলাদেশ ক্রিকেটের নানান অবকাঠামো পরিদর্শন করবেন গ্রেগ বার্কলে। আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলংকার ঢাকা টেস্টের প্রথম ঘণ্টায় মাঠে থাকার কথা রয়েছে তার।

আইসিসি প্রধানের এবারের বাংলাদেশ সফরকে ‘একেবারেই ফরম্যাল’ বলেছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। গত শুক্রবার পাপন এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘আইসিসি প্রধান বাংলাদেশে আসছেন। আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও তাকে স্বাগত জানিয়েছে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার। নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

আইপিএল ফাইনাল দেখার লক্ষ্যে আগামী ২৪ মে বাংলাদেশ থেকে সরাসরি ভারতে যাবেন গ্রেগ বার্কলে। সফরসঙ্গী হওয়ার কথা বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনেরও।

সারাবাংলা/এসএস/এসএইচএস

আইসিসি প্রেসিডেন্ট জর্জ বার্কলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর