Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরের ভাবনা নেই, সব ফরম্যাট খেলতে চান মুশফিক


১৮ মে ২০২২ ২২:১৬ | আপডেট: ১৮ মে ২০২২ ২২:২২

ক্রিকেটপাড়ায় কদিন ধরে আলোচনা, টি-টোয়েন্টি ফরম্যাটের পরিকল্পনা থেকে মুশফিকুর রহিমের নাম কেটে দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড চাইছে এই ফরম্যাট থেকে অবসর নিয়ে নিক মুশফিক। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের এক মন্তব্যের পর আলোচনায় আসে বিষয়টি। এদিকে, শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ এক সেঞ্চুরির পর মুশফিকুর রহিম জানালেন, আপাতত কোনও ফরম্যাট থেকে অবসর নেওয়ার কোনও ইচ্ছা তার নেই। খেলতে চান সব ফরম্যাটেই।

বিজ্ঞাপন

১৮ ইনিংস পর আজ টেস্ট শতক পেয়েছেন মুশফিক। এতে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের মাইলকফলকও পেরিয়ে গেছেন তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক হাজির হলে মাঠের বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি উঠল মাঠের বাইরের প্রসঙ্গও।

নির্দিষ্ট কোনও ফরম্যাট থেকে অবসর নেওয়ার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নে অভিজ্ঞ ব্যাটারের উত্তর, ‘না ভাই, আমার এমন কোনো ভাবনা নেই। আমার ইচ্ছে বাংলাদেশের হয়ে যতগুলো ম্যাচে সুযোগ আসবে, সবগুলো ম্যাচ খেলার। তারা যেভাবে চাইবেন, যখন চাইবেন, আমি সেভাবেই পারফরম্যান্স দিয়ে চেষ্টা করব।’

সমালোচকদের একহাত নিয়েছেন মুশফিক। বেশ কিছুদিন যাবত কোনও ফরম্যাটেই সেভাবে ব্যাট হাসছিল না মুশফিকের। যাতে স্বাভাবিকভাবেই সমালোচনা হচ্ছিল। সমালোচকদের উদ্দেশ্যে মুশফিকের মন্তব্য, ‘এটা কোনো ক্রিকেটারের জন্যই কাম্য না। একমাত্র বাংলাদেশেই একদিন সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের মতো বড় খেলোয়াড় হয়ে যায়। এরপর দুই দিন রান না করলে আবার দেখা যায় মনে হয় গর্তে ঢুকে যাই। এটা শুধু একমাত্র আমাদের বাংলাদেশেই হয়।’

তরুণ ক্রিকেটারদের পারফর্ম করার ‍উপযুক্ত পরিবেশ করে দিতে সমালোচকদের পরিণত হওয়ার আহ্বান মুশফিকের। বলেছেন, ‘যারা বলে থাকেন, তাঁরা যদি আরেকটু পরিণত হতে পারেন তাহলে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য আরও ভালো। আমরা তো সিনিয়র প্লেয়ার। আমরা হয়তো বেশি দিন খেলবও না। এটা ক্রিকেট সংস্কৃতির ব্যাপার। জুনিয়র যারা আছে তাদের যদি সমর্থন দেওয়া হয়, তাহলে তাঁরা অনুপ্রাণিত হবে। কারণ মাঠে আমাদের এত কিছু করতে হয়, এরপর যদি মাঠের বাইরে কি হচ্ছে সেটা ভাবতে যাই তাহলে মাঠের কাজটা কঠিন হয়ে যায়।’

বিজ্ঞাপন

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর