Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২২ ১৪:৪৩ | আপডেট: ৪ মে ২০২২ ১৭:৫৫

বুধবার (৪ মে) আইসিসি টি-টোয়েন্টি’র র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর আগে ২৩২ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে অবস্থান করছিল বাংলাদেশ। আর এবারে এক ধাপ এগিয়ে আটে উঠে এসেছে টিম টাইগার্স।

এদিকে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে ভারত। নতুন প্রকাশিত এই র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে ভারত। দুইয়ে অবস্থান করছে ইংল্যান্ড আর তিনে আছে পাকিস্তান। এরপর যথাক্রমে আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে নিউজিল্যান্ড। যথারীতি সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান ছয় পয়েন্ট হারিয়ে দুই ধাপ নিচে নেমে গেছে। আর তাতেই র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলংকার। বাংলাদেশ শ্রীলংকার চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে আটে উঠে এসেছে। শ্রীলংকা অবস্থান করছে ৯ নম্বরে আর রশিদ খানের দল আফগানিস্তান নেমে গেছে ১০-এ

টি-টোয়েন্টি র‍্যাংকিং

১. ভারত (২৭০)

২. ইংল্যান্ড (২৬৫)

৩. পাকিস্তান (২৬১)

৪. দক্ষিণ আফ্রিকা (২৫৩)

৫. অস্ট্রেলিয়া (২৫১)

৬. নিউজিল্যান্ড (২৫০)

৭. ওয়েস্ট ইন্ডিজ (২৪০)

৮. বাংলাদেশ (২৩৩)

৯. শ্রীলংকা (২৩০)

১০. আফগানিস্তান (২২৬)

এছাড়া র‍্যাংকিংয়ের ১১তম স্থানে আছে জিম্বাবুয়ে আর এরপর যথাক্রমে আছে আরব আমিরাত, নেপাল, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড।

সারাবাংলা/এসএস

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং টপ নিউজ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর