Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির স্বস্তির ফিফটি


৩০ এপ্রিল ২০২২ ১৮:৫৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১৯:০০

কিছুতেই কিছু হচ্ছিল না বিরাট কোহলির, রান পাচ্ছিলেন না ভারতীয় তারকা। তাকে আইপিএল থেকে সড়ে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছিলেন সাবেকরা। বহু আলোচনার মধ্যে অবশেষে রানের দেখা পেলেন কোহলি। আইপিএলের ৪৩তম ম্যাচে গুজরাট টাইগার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ফিফটি পেয়েছেন কোহলি। যদিও ফিফটি এসেছে বেশ মন্থর গতিতে।

অনেকদিন ধরে কোহলির ব্যাটে রান নেই। সব মিলিয়ে প্রায় আড়াই বছর ধরে সেঞ্চুরি করতে পারেননি। বিশ্বের সেরা মনে করা ব্যাটারের এমন ফর্ম নানান আলোচনারই জন্ম দিচ্ছে। কোহলির অফ ফর্মটা বেশি ফুটে উঠছিল চলতি আইপিএলে। চলতি আসরের প্রথম ৯ ম্যাচে মাত্র ১২৮ রান করেছিলেন। ফিফটি পাননি একটিও। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া কোহলি এবারের আইপিএলে আগের নয় ম্যাচের পাঁচটিতেই আউট হয়েছিলেন এক অংকের ঘরে। এসবের মধ্যে আজকের ফিফটিটা নিশ্চয়ই তৃপ্তি দিবে ভারতীয় তারকাকে।

বিজ্ঞাপন

৪৫ বলে কোহলির ফিফটি পূর্ণ হলে গ্যালারীতে দেখা গেল স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে অনেকক্ষণ গলা ফাটাতে। এই ফিফটি কতোটা স্বস্তির তাতে খানিক আন্দাজ মিলল।

বিরাট  কোহলি- ফাফ ডু প্লেসির ওপেনিং জুটি ভেঙেছে শুরুতেই। তারপর রজত পাতিদারকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৯ রান তোলেন কোহলি। এতে অবশ্য পাতিদারের অবদানই বেশি। একপ্রান্ত থেকে দ্রুত গতিতে রান তুলছিলেন পাতিদার। মাত্র ৩২ বলে ৫২ রান করেছেন তরুণ ক্রিকেটার। ফলে অপরপ্রান্তে নির্ভার হয়ে ব্যাটিং করতে পেরেছেন কোহলি।

বাড়তি কোনো ঝুঁকিই নেননি, অতি সাবধান হয়ে এগিয়েছেন। শেষ পর্যন্ত ফিফটি পেরিয়েছেন ৪৫ বলে। অবশ্য ফিফটির পর বেশিদূর এগুতে পারেননি। মোহাম্মদ শামির বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৫৩ বলে ৫৮ রান করতে চার মেরেছেন ৬টি, ছক্কা ১টি।

বিজ্ঞাপন

কোহলির রান পাওয়ার দিনে ১৭০ রানের সংগ্রহ পেয়েছে বেঙ্গালুরু। গ্লেন ম্যাক্সওয়েলের ১৮ বলে ৩টি চার ২টি ছয়ে ৩২ ও মহিপাল লোমররের ৮ বলে ১৬ রানের দুটি ইনিংস তাতে বড় ভূমিকা রেখেছে।

আইপিএল বিরাট কোহলি

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর