Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকা সিরিজের দলে মোসাদ্দেকের অন্তর্ভুক্তি


২৯ এপ্রিল ২০২২ ২০:৪৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ২২:১১

শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে ডাকা হয়েছে স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। মোসাদ্দেকের অন্তর্ভুক্তিতে শ্রীলংকা সিরিজে বাংলাদেশ দল দাঁড়াল ১৭ জনের।

শুক্রবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে মোসাদ্দেকের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ ব্যাটিং করেছেন মোসাদ্দেক। ১৫ ইনিংসে ৪৭ গড়ে ৬৫৮ রান করেছেন ডানহাতি ব্যাটার। কার্যকরী অফস্পিনে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও তুলে নিয়েছেন মোসাদ্দেক।

বিজ্ঞাপন

এদিকে, আঙুলের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন মেহেদি হাসান মিরাজ। দুই বিবেচনায় মোসাদ্দেককে টেস্ট দলে ডাকা।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলংকা ক্রিকেট দল। ১৫ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে দুই দল। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৩ মে।

বাংলাদেশ স্কোয়াডঃ মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়ছির আলী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট হওয়া শর্তে) ও মোসাদ্দেক হোসেন সৈকত।

টপ নিউজ মোসাদ্দেক হোসেন সৈকত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর