দ্বিতীয় সন্তানের বাবা হলেন তাসকিন
২৯ এপ্রিল ২০২২ ১৫:৫৫ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ১৫:৫৭
চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে তারকা পেসার তাসকিন আহমেদ। মাঠের বাইরে থাকতেই বড় এক সু-খবর পেলেন। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাসকিনের স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমা।
শুক্রবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাউড ফেসবুক পেজে নিজেই খবরটা জানিয়েছেন তাসকিন। লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও আপনারদের সবার দোয়ায় আমি সুন্দর কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
চোটের কারণে আসন্ন শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলা হবে না তাসকিনের। নতুন অতিথির সঙ্গে এই সময়টা নিশ্চয় দারুণই কাটবে দীর্ঘদেহী পেসারের।
এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হয়েছিলেন তাসকিন। তার ছেলের নাম তাসফিন আহমেদ। ২০১৭ সালের ৩১ অক্টোবর দীর্ঘদিনের বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন কয়েক মাস ধরে দুর্দান্ত ক্রিকেট খেলতে থাকা তাসকিন।