Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত মোস্তাফিজ, দিল্লির দারুণ জয়


২৯ এপ্রিল ২০২২ ০২:১৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ০২:২০

আগের দুই ম্যাচে বোলিংটা ভালো হয়নি মোস্তাফিজুর রহমানের। কিন্তু আজ পুষিয়ে দিলেন দারুণভাবে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেসার। তিনটি উইকেটই নিয়েছেন ইনিংসের শেষ ওভারে মাত্র ১ রান খরচায়। মোস্তাফিজের দারুণ বোলিংয়ের দিনে কলকাতার বিপক্ষে ৪ উইকেটে ম্যাচ জিতেছে দিল্লি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে বোলিং নিয়ে প্রথম ওভারে মোস্তাফিজের হাতে বল তুলে দিয়েছিলেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। ওই ওভারে মাত্র ২ রান খরচ করে তার প্রতিদান দিয়েছেন বাংলাদেশি পেসার।

বিজ্ঞাপন

পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন ৫ রান। দ্বিতীয় স্পেলে বোলিং করতে আসেন ইনিংসের ১৮তম ওভারে। ওই ওভারটা অবশ্য বেশ খরুচেই গেছে বাংলাদেশি পেসারের। রিংকু সিং দুই চার হাঁকিয়ে মোস্তাফিজের তৃতীয় ওভার থেকে তোলেন ১০ রান। তবে নিজের কোটার এবং ইনিংসের শেষ ওভারটা হলো দুর্দান্ত।

সেই রিংকু সিংকে দিয়েই শুরু করলেন ধ্বংসাজ্ঞ। মোস্তাফিজকে হাঁকাতে গিয়ে ক্যাচ হয়েছেন রিংকু সিং। এক বল পরে দারুণ খেলতে থাকা নিতিশ রানাকেও ক্যাচ বানান। পরের বলে টিম সাউদিকে যেভাবে ফেরালেন সেটা হলো দেখার মতো। ১৩৯ কি. মি. বেগের ইয়র্কারে বুঝে উঠার আগেই সাউদির স্টাম্প উড়িয়ে দেন মোস্তাফিজ।

দিল্লির অপর বোলার কুলদ্বীপ যাদবও আজ দারুণ বোলিং করেছেন। ১৪ রানে নিয়েছেন চার উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে কলকাতা। সর্বোচ্চ ৫৭ রান করেছেন নিতিশ রানা। ৪২ রান করেছেন শ্রেয়াস আয়ার।

পরে জবাব দিতে নেমে ১৭ রানে দুই উইকেট হারানো দিল্লি অবশ্য বিপদেই পড়েছিল। তবে ডেভিড ওয়ার্নার, রফম্যান পাওয়েল, অক্ষর প্যাটেলের ব্যাটে শেষ পর্যন্ত জিতেই মাঠ ছেড়েছে দলটি।

বিজ্ঞাপন

ওয়ার্নার ওপেনিংয়ে ২৬ বলে ৮টি চারে ৪২ রান করেছেন। পাওয়েল মাত্র ১৬ বলে ১ চার ৩ ছয়ে ৩৩ রান করে অপরাজিত ছিলেন। অক্ষর প্যাটেল ১৭ বলে ২৪ রান করে ফিরেছেন। ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫০ রান তুলে ফেলে দিল্লি।

আইপিএল মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর