শিরোপা উৎসবের আগে শেখ জামালের হার
২৮ এপ্রিল ২০২২ ২২:১২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ২৩:০৬
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শেষটা ভালো হলো না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। লিগে নিজেদের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১১৬ রানে গুটিয়ে গিয়ে ৮ উইকেটে ম্যাচ হেরেছে শেখ জামাল। তবে তাতে খুব বেশি মন খারাপ হওয়ার কথা নয় দলটির সমর্থকদের! লিগ শিরোপা যে নিশ্চিত হয়ে ছিল আগেই! আগের ম্যাচেই প্রথম ডিপিএল শিরোপা নিশ্চিত হওয়া শেখ জামালের জন্য আজকের ম্যাচটা স্রেফ আনুষ্ঠানিকতাই ছিল।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকেই লোকজনের আনাগোনা দেখা গেল। শিরোপা উদযাপন করতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খুদে ক্রিকেটার, সমর্থক, কর্মকর্তারা এসেছেন মাঠে। মাঠে লড়াইয়ে অল্প সময়েই হেরে আগন্তকদের বেশি অপেক্ষায় রাখেননি শেখ জামাল।
অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা পেসার আল-আমিন হোসেন আজ শেখ জামালের ওপর রীতিমতো ধ্বংসাজ্ঞ চালালেন। রূপগঞ্জের হয়ে মাত্র ৩১ রানে ছয় উইকেট নিয়েছেন। চিরাগ জানি ২৬ রানে নিয়েছেন ২ উইকেট। শেখ জামালের পক্ষে অধিনায়ক ইমরুল কায়েসই শুধু বলার মতো রান করতে পেরেছেন। ৭৫ বলে ৫০ রান করেছেন ওপেনিংয়ে নামা ইমরুল। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন মুশফিকুর রহিম (২৫), নুরুল হাসান সোহান (১৫)।
পরে জবাব দিতে নেমে রাকিবুল হাসান (৪০*), সাব্বির রহমানদের (৩৬) ব্যাটে ২৫.১ ওভারেই জয়ের জন্য ১২০ রান তুলে ফেলে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। আজকের জয়ে ডিপিএলের রানার্সআপ হলো রূপগঞ্জ।
এদিকে, লিগের শেষ দিনে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপিতে দুই দলই নিজ নিজ খেলায় দাপুটে জয় পেয়েছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজও প্রাইম ব্যাংকের হয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন এনামুল হক বিজয় ও তামিম ইকবাল। আগের দুই ম্যাচে ৯০ ও ১০৯ রান করা তামিম আজও সেঞ্চুরি পেয়েছেন। আজ ১৩২ বল খেলে ১৩টি চার ৬টি ছক্কায় ১৩৭ রান করেছেন ওয়ানডে অধিনায়ক। ওদিকে, লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়া এনামুল আজ অল্পের জন্য আরেকটা সেঞ্চুরি মিস করেছেন।
৮৫ বলে ৯৬ রান করে আউট হয়েছেন ৮টি চার ও ৩টি ছক্কার মার মেরে। এ নিয়ে ১৫ ম্যাচে ১১৩৮ রান করে এবারের ডিপিএল শেষ করলেন বিজয়। দুজনের বড় ইনিংসে ৫০ ওভারে শেষ পর্যন্ত ৩৫৫ রান তুলেছে প্রাইম ব্যাংক। তারুণ্যনির্ভর গাজী গ্রুপ ক্রিকেটার্স এতো বড় রানের পাহাড় ডিঙাতে পারেননি। ৪৭.৫ ওভারে ২৭৭ রানে গুটিয়ে গেছে দলটি। সর্বোচ্চ ৮৭ রান করেছেন আল আমিন জুনিয়র। ৭১ রান করেছেন এসএম মেহরব।
অপর ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৬৩ রানে জিতেছে আহাবনী লিমিটেড। আগে ব্যাটিং করে আবাহনীকে ২৭৫ রানের সংগ্রহ এনে দেন আফিফ হোসেন ধ্রুব, সাইফুদ্দিন, মোহাম্মদ নাইমরা। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৯১ বলে ৭টি চার ৩টি ছয়ে ৭৮ রান করেছেন আফিফ। সাইফউদ্দিন শেষ দিকে মাত্র ৪১ বল খেলে ৬২ রান করেন। তার ঝড়ো ইনিংসে চারের মার ২টি, ছক্কা ৫টি।
পরে আরিফুল হকের দারুণ এক ইনিংসের পরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২১২ রানে গুটিয়ে গেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। মিডল অর্ডারে ৭৩ বল খেলে ৮টি চার ৬টি ছয়ে ৯৫ রান করেন আরিফুল। এছাড়া ৩৩ রান করেছেন ইমরানুজ্জামান।