Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনামুল-তামিমের সেঞ্চুরিতে রূপগঞ্জের ১০ উইকেটের হার


২৬ এপ্রিল ২০২২ ২২:৩১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ২৩:২৫

ব্যাট হাতে স্বপ্নের সময় কাটাচ্ছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন বিজয়। আজও সেঞ্চুরি পেয়েছেন ২৯ বছর বয়সী ক্রিকেটার। সেঞ্চুরি পেয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অপর ওপেনার তামিম ইকবালও। দুই সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে আজ ১০ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক।

এদিকে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার লিগের অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটারকে বিশাল ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানদের লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার লিগের ম্যাচে ১৯৬ রানে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

বিজ্ঞাপন

এবারের ডিপিএলের শিরোপা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ঘরে উঠেছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের শিরোপা জয়ের সম্ভবনাও শেষ হয়েছে অনেক আগে। তবে তাতে মনোযোগ বিচ্ছিন্ন হয়নি দেখালেন তামিম-এনামুল। জাতীয় দলের হয়ে তামিমও বেশ ছন্দে ছিলেন। লিগে ফিরে তার প্রমাণ দিয়ে নিয়মিত রান করছেন। আজ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলারদের কোনও সুযোগই দেননি তামিম-বিজয় জুটি।

বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিং করা রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ২২৯ রানে আটকে রেখেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংকের দুই পেসার রুবেল হোসেন ও করিম জানাত আজ দারুণ বোলিং করেছেন। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো রূপগঞ্জ টাইগার্স  ক্রিকেট ক্লাবের হয়ে মিডল অর্ডারে সেরা ব্যাটিংটা করেছেন অধিনায়ক মার্শাল আইয়ুব ও সাদ নাসিম।

কিন্তু টপ অর্ডার এবং লোয়ার অর্ডারে কেউ দাঁড়াতেই পারেনি রুবেল-করিমের সামনে। দুই বল বাকি থাকতে ২২৯ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। রুবেল হোসেন ৪৫ রানে ও করিম জানাত ৪০ রানে চারটি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

পরে জবাব দিতে নেমে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে কোনও প্রকার সুবিধা করতে দেননি তামিম-বিজয় ওপেনিং জুটি। দুজনই শুরু থেকে চালিয়ে খেলেছেন। মাত্র ২৬.৪ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের যখন জয় নিশ্চিত হলো এনামুল তখন অপরাজিত ১১২ রানে, তামিম ১০৯ রানে।

১১২ রান করতে ৮৪ বল খেলে ১১টি চার ৬টি ছক্কা মেরেছেন এনামুল হক বিজয়। তামিম ১০৯ রানের ইনিংসে ৮১ বলে ৯টি চার, ৭টি ছক্কা মেরেছেন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে দিনের অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দাঁড়াতেই পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাটিং করে ২৯৩ রানের বড় সংগ্রহ গড়েছিল রূপগঞ্জ। এতে বড় অবদান সাব্বির রহমান, সাকিব আল হাসানের। তিনে নামা সাব্বির ৮৩ বলে ৯০ রান করেছেন। আউট হওয়ার আগে চার মেরেছেন ৬টি, ছক্কা ৩টি। মিডল অর্ডারে ঝড় তুলেছিলেন সাকিব।

পাঁচে নেমে লিস্ট ‘এ’ ক্রিকেটের তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড (২১ বলে ৫০) গড়ে ২৬ বলে ৫৬ রান করেছেন তারকা অলরাউন্ডার। ৬টি চারের সাহায্যে ছক্কা মেরেছেন ৩টি। এছাড়া ৪৭ রান করেছেন রকিবুল হাসান।

পরে বড় সংগ্রহের জবাব দিতে নেমে স্রেফ ভেঙে পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং লাইনআপ। ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ার শঙ্কাও জাগিয়েছিল তারুণ্যনির্ভর দলটি। শেষ দিকে হুসনা হাবিব ৩২ রানের একটা ইনিংস না খেললে হয়তো লজ্জার রেকর্ডই হতে পারত গাজী গ্রুপ ক্রিকেটার্সের।

২৯.২ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জিরাগ জানি মাত্র ১৫ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও নাইম ইসলাম।

এনামুল হক বিজয় ডিপিএল তামিম ইকবাল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর