শেখ জামালের অপেক্ষা, হেরেছে মাশরাফি-সাকিবের রূপগঞ্জ
২৪ এপ্রিল ২০২২ ২২:৩৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ২২:৩৬
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা নির্ধারণ হতে পারত আজ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারাতে পারলেই শিরোপার ফয়সালা হয়ে যেতো। প্রথমবারের মতো ডিপিএল জিতত শেখ জামাল। কিন্তু তামিম ইকবালের প্রাইম ব্যাংক সেটা আর হতে দেয়নি। ডিপিএলের সুপার লিগের লড়াইয়ে শেখ জামালের বিপক্ষে আজ ৮ উইকেটে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এই হারের পরও অবশ্য শিরোপার দৌড়ে টিকে থাকল শেখ জামাল। দলটির হাতে এখনো আছে দুই ম্যাচ। এই দুই ম্যাচের একটি জিততে পারলেই শিরোপা নিশ্চিত শেখ জামালের।
আজ ডিপিএলে সুপার লিগের অপর ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে হেরেছে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানদের লিজেন্ডস অব রূপগঞ্জ। ৮১ রানের বড় ব্যবধানে হেরেছে রূপগঞ্জ।
রোববার (২৪ এপ্রিল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাটিং, বোলিং কোনটি দিয়েই দাঁড়াতে পারেনি শিরোপার সুবাস পাওয়া শেখ জামাল। প্রথমে ব্যাটিং করে ২৩২ রান তুলেছে দলটি, পরে সহজেই তা টপকে গেছে প্রাইম ব্যাংক। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিলেন তামিম ইকবাল।
প্রাইম ব্যাংকের প্রথম তিন ব্যাটারই হাফ সেঞ্চুরি পেরিয়েছেন। তার মধ্যে তামিম এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেই। পারভেজ রসুলের বলে ফেরার আগে ৮৫ বলে ৯০ রান করেছেন। তামিম চার মেরেছেন ১০টি, ছক্কা ৪টি। অসাধারণ ফর্মে থাকা এনামুল হক বিজয় ৬৬ বলে ৫২ রান করেছেন ৫ চার ২ ছয়ে। তিনে নেমে ৫২ রান করেছেন শাহাদাত হোসেন।
এর আগে ৩০ রানে তিন উইকেট হারিয়ে ফেলা শেখ জামালের ইনিংসটা একাই টেনেছেন নুরুল হাসান সোহান। আগের দুই ম্যাচে এক সেঞ্চুরি, এক হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সোহান আজ ১০৫ বল খেলে ৯টি চারে ৭১ রান করেছেন। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছিল শেখ জামাল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ৪২ রানে তিন উইকেট নেন তাইজুল ইসলাম।
অপর ম্যাচে আবাহনীর বিপক্ষে দাঁড়াতেই পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে ২৭৯ রান তুলেছিল আগে ব্যাটিং করতে নামা আবাহনী। তিনে নেমে ১০১ বল খেলে ১০ চারে ৮৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। চারে নামা আফিফ ৭২ বলে করেছেন ৬২।
৫৩ রানে তিন উইকেট নেওয়া সাকিব আল হাসান রূপগঞ্জের সেরা বোলার। নিজের দ্বিতীয় স্পেলে এসে সাকিব তিন উইকেট না নিলে আবাহনীর স্কোর আরও বড় হতে পারত।
পরে জবাব দিতে নেমে একশর আগেই ছয় উইকেট হারিয়ে বসে রূপগঞ্জ। সাকিব তিনে নেমে ৮ বলে করেন ৩ রান। ওপেনিংয়ে সাব্বির রহমান ও রাকিবুল হাসান ৪৭ রান তুলেছিলেন। কিন্তু তারপর দ্রুত কিছু উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে যায় রূপগঞ্জ। মিডল অর্ডারে চিরাগ জানি দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করে দলের হারের ব্যবধান কমিয়েছেন কেবল। শেষ পর্যন্ত ৪১.৫ ওভারে ১৯৮ রানে গুটিয়ে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।