প্রয়োজনে মোস্তাফিজ অবশ্যই টেস্ট খেলবে: পাপন
২৩ এপ্রিল ২০২২ ২৩:৫১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২৩:৫৪
সামনেই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ। এদিকে বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্টে ইনজুরির হিড়িক। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম আগেই ছিটকে গেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চোট পেয়েছেন জাতীয় দলের অপর পেসার ইবাদত হোসেনও। এমন অবস্থায় আলোচনায় মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, প্রয়োজন পড়লে মোস্তাফিজ অবশ্যই টেস্ট খেলবেন।
কেন্দ্রীয় চুক্তির সময় ক্রিকেটাররা কে কোন ফরম্যাটে খেলতে চায় তা বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল বিসিবি। মোস্তাফিজ টেস্ট খেলতে চাননি। ফলে লাল বলের চুক্তিতে অনেকদিন ধরে তিনি নেইও। তবে তাসকিন, শরিফুল, ইবাদতদের চোটে মোস্তাফিজকে বিকল্প হিসেবে আলোচনা শুরু হয়ে গেছে। বিসিবি সভাপতিও সায় দিলেন তাতে।
শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বিসিবির আয়োজিত ইফতার শেষে নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আমরা একটা ফরম দিয়েছিলাম কারা কোন ফরম্যাটে খেলতে চায়। সেখানে অনেকে তিন ফরম্যাট খেলবে বলেছে। মোস্তাফিজ কিন্তু টেস্টে নাম লেখায়নি। সে কিন্তু বলেনি টেস্ট খেলতে চায়। তবে ও বলল কি বলল না সেটা ব্যাপার না। আমাদের যখন দরকার সে অবশ্যই টেস্ট খেলবে। শ্রীলঙ্কা সিরিজে যদি দরকার হয় অবশ্যই সে খেলবে।’
কাঁধের ইনজুরিতে ভুগছেন তাসকিন। নন-স্পোর্টিং একটি শারীরিক সমস্যায় অস্ত্রোপচার করাতে হবে শরিফুল ইসলামের। কদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে চোট পেয়েছেন ইবাদত।
পাপন বলেন, ‘আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন তাসকিন, শরিফুল, এবাদত এই তিনজন তো টেস্টর জন্য মোটামুটি আছে। এখন ধরুন এরা যদি থাকে সেখানে যদি আমি মোস্তাফিজকেও রাখি তখন কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট খেলাবে কিনা জানি না। কিন্তু যখন দরকার হবে অবশ্যই ও খেলবে। ও খেলবে না কেন? যদি দরকার হয় অবশ্যই খেলবে। এটা নিয়ে কোনো ইস্যু না।’
দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মুহূর্তে আইপিএল খেলছেন মোস্তাফিজ। আইপিএল শেষ হবে ২৯ মে। ততোদিনে বাংলাদেশের শ্রীলংকা সিরিজ শেষ হয়ে যাবে। এদিকে, মোস্তাফিজকে আইপিএলের পুরো মৌসুমের জন্যই অনাপত্তিপত্র দিয়ে রেখেছে বিসিবি।