রুটের জায়গা স্টোকসকে দিতে চান সাবেক ইংলিশ ক্রিকেটাররা
১৬ এপ্রিল ২০২২ ১৬:১৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৭:৪১
ব্যাট হাতে দুর্দান্ত জো রুট শেষ দশ টেস্টে তিনটি সেঞ্চুরির সঙ্গে তুলেছেন তিনটি অর্ধশতকও। তবুও দলের ভাগ্যের নেই কোনো পরিবর্তন। একের পর এক টেস্ট হেরেই চলেছে ইংল্যান্ড। আর টানা ব্যর্থতা দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন জো রুট। এবার তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণের জন্য সাবেক ইংলিশ ক্রিকেটারদের প্রথম পছন্দ বেন স্টোকসকে।
শুক্রবার (১৫ এপ্রিল) অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন রুট। এরপর থেকেই ইংলিশ ক্রিকেট পাড়ায় গুঞ্জন কাকে দেওয়া হবে এবারের টেস্ট অধিনায়ক। আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের আগে আর কোনো টেস্ট নেই ইংল্যান্ডের। তাই পাঁচ বছর দায়িত্ব পালন করা রুটের উত্তরসূরি খোঁজার জন্য কিছু সময় আছে তাদের হাতে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান- সেই মতামত ইতোমধ্যে দিয়েছেন আথারটন, ভন ও নাসের। তাদের সবার ভোট পড়েছে তারকা পেস অলরাউন্ডার স্টোকসের বাক্সে, যিনি পালন করে আসছেন সহ-অধিনায়কের দায়িত্ব।
ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন দেশটির গণমাধ্যম বিবিসিকে জানিয়েছে, ইংল্যান্ড টেস্ট দলে অধিকাংশ ক্রিকেটারের জায়গা নড়বড়ে হওয়ায় স্টোকস ছাড়া আর কাউকে দেখছেন না তিনি, ‘দলে জায়গা নিশ্চিত আছে এমন কারও অধিনায়কত্ব নেওয়ার জন্য স্টোকস ছাড়া অন্য কাউকে আমার চোখে পড়ছে না।’
স্কাই স্পোর্টসকে সাবেক ওপেনার আথারটন জানিয়েছেন, ‘নতুন অধিনায়ক হিসেবে স্টোকসই অবধারিত পছন্দ। সে রুটের খুব ঘনিষ্ঠও। রুট নিজে থেকেই নেতৃত্ব ছেড়ে দেওয়ায় তার জন্য এই প্রস্তাব গ্রহণ করা সহজ হবে।’
ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হবে বলে মনে করেন নাসের হুসেন। কিন্তু ইংলিশদের বিশ্বকাপ এনে দেওয়া স্টোকস বেশকিছু দিন ধরেই শারীরিকভাবে শতভাগ সুস্থ নন। এছাড়াও মানসিকভাবেও তিনি বিপর্যস্ত থাকার কারণেই নিয়েছিলেন লম্বা বিরতিও। সে জন্যই নাসেরের পরামর্শ স্টোকসকে এই দায়িত্ব দেওয়ার আগে তার শারীরিক এবং মানসিক অবস্থা সম্পর্কে জেনে নেওয়া উচিত।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ও জেতার রেকর্ড রুটের দখলে। ৬৪ টেস্টে ২৭ জয় পেয়েছেন তিনি। পাশাপাশি সবচেয়ে বেশি ২৬ ম্যাচে হারের দুঃসহ অভিজ্ঞতাও তার। রুটের নেতৃত্বে সবশেষ ১৭ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইংল্যান্ড।
সারাবাংলা/এসএস