Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাকডোনাল্ডই হলেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২২ ১৪:২৯

জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগের পর অস্ট্রেলিয়ার প্রধান কোচের অন্তবর্তীকালিন কোচের দায়িত্ব পালন করেছেন অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড। এবার আনুষ্ঠানিকভাবে তার কাঁধেই দলটি প্রধান কোচের এবং নির্বাচকের দায়িত্ব তুলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিএ’র সঙ্গে চার বছরের চুক্তিতে তিন সংস্করণেই কোচের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ জাস্টিন ল্যাঙ্গার অজিদের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১৯ সাল থেকে অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং স্টাফে সিনিয়র সহকারী এবং বোলিং পরামর্শকের ভূমিকায় ছিলেন ৪০ বছর বয়সী ম্যাকডোনাল্ড।

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন সময়ে জাস্টিন ল্যাঙ্গারের অনুপস্থিতিতে তিনিই প্রধান কোচের দায়িত্ব পালন করে এসেছেন। ভারতের বিপক্ষে ২০২০ সালের ওয়ানডে সিরিজ, পরের বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও অজিদের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডোনাল্ড। এবার পুরোদমেই অজিদের ডাগআউটের দায়িত্ব উঠল তার কাঁধে।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করার পর ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সুযোগটা রোমাঞ্চকর। আমি খুবই খুশি ও কৃতজ্ঞ। এই অবিশ্বাস্য সুযোগটা পাওয়ায় গর্ববোধ হচ্ছে।’

এদিকে ম্যাকডোনাল্ড প্রধান কোচ হওয়ার পর তার ঠান্ডা মেজাজের প্রশংসা করেছেন রঙিন পোশাকে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘তাকে কোনো পরিস্থিতি কিংবা ফলে কখনো বিচলিত হতে দেখিনি।’

সারাবাংলা/এসএস

অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জাস্টিন ল্যাঙ্গার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর