Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘটনাবহুল ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ১ রানের হার


১২ এপ্রিল ২০২২ ০০:৫৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ০১:১৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সোমবারের তিনটি ম্যাচই হয়েছে বেশ জাকজমকপূর্ণ। অল্প ব্যবধানে নির্ধারিত হয়েছে ম্যাচের ফল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচে বিতর্কিত ঘটনা ঘটেছে। ১ রানে ফল নির্ধারিত হওয়া ম্যাচটি বন্ধ ছিল ৫ মিনিট মতো।

বিজ্ঞাপন

আবাহনী লিমিটেডের ব্যাটিং ইনিংসের ৩৯.১ ওভারে স্কোরকার্ডে ভুলভাবে দেখায় ৪০ ওভার। যাতে তৃতীয় পাওয়ার প্লের কথা ভেবে পাঁচজন ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের বাইরে রাখেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক আকবর আলী। পরের বলটি করতেই নো বল ডাকেন আম্পায়ার। কারণ তখন আসলে খেলা চলছিল ৩৯.১ ওভার। তৃতীয় পাওয়ার প্লে তখনও আসেনি বলে পাঁচ জন ফিল্ডার বৃত্তের বাইরে থাকতে পারে না।

এদিকে, স্কোরকার্ডে যেহেতু ৪০ ওভার ছিল সেহেতু নো বল মানতে চায়নি গাজী গ্রুপ ক্রিকেটার্স। আম্পায়ারের সঙ্গে বাকবিতাণ্ডাও হয়েছে দলটির অধিনায়ক আকবর আলীর। এতে খেলা বন্ধ ছিল অন্তত পাঁচ মিনিট। ঘটনাবহুল ম্যাচে আগে ব্যাটিং করা আবাহনী নির্ধারিত ৫০ ওভাারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তোলে। জাকের আলী ১০৩ বলে ১০৯ রানের ইনিংস খেলে এতে বড় অবদান রাখেন। আফিফ হোসেন ধ্রুব করেন ৩২ বলে ৫০ রান।

পরে জবাব দিতে নেমে ৩১০ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলটির হয়ে দারুণ শুরু করেছিলেন মেহেদী মারুফ। ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ৮২ রান করেন তিনি। মিডল ওভারে আল-আমিনও দারুণ লড়াই করেছেন। মাত্র ৬৬ বলে ৯২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। শেষ পাঁচ ওভারে ৪৩ রান লাগত গাজী গ্রুপ ক্রিকেটার্সের। ১৫ রান তুলে আউট হয়ে যায় দলটির শেষ উইকেট জুটি।

বিজ্ঞাপন

মিরপুরে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ২০২ রানে আটকে রাখলেও জিততে পারেনি রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাটিং করা শেখ জামালের হয়ে সাইফ হাসান ৬১ ও জিয়াউর রহমান ৫৭ রান করেন। পরে আসিফ আহমেদ রাতুলের ব্যাটে জয়ের পথেই ছিল রূপগঞ্জ। মার্শাল আইয়ূবের সঙ্গে ৭৮ ও সাদ নাঈমের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন তিনি। কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরীর দারুণ বোলিংয়ে শেষের হিসেবটা মেলাতে পারেননি দলটি। শেষ পর্যন্ত ১৯৮ রানে থেমে গেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

বিকেএসপিতে দিনের অপর ম্যাচে সিটি ক্লাবকে ৫ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে প্রথমে ব্যাটিং করতে নামা মোহামেডান। দলটির পক্ষে আব্দুল মজিদ ৬৪ ও শুভাগত হোম ৫৭ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ২২৩ রানে গুটিয়ে গেছে সিটি ক্লাব। দলটির পক্ষে জাওয়াদ মোহাম্মদ রোয়েদ সর্বোচ্চ ৬৯ রান করেন।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর