Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের আউটে হতাশ সিডন্স


১০ এপ্রিল ২০২২ ০১:২১ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০১:২৯

কেশভ মহারাজের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানে চাপা পড়লেও তামিম ইকবাল যেভাবে এগুচ্ছিলেন তাতে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামা তামিম উইকেটে রীতিমতো শাসন করছিলেন দক্ষিণ আফ্রিকান বোলারদের। কিন্তু ইনিংসটা বড় করতে ব্যর্থ বাংলাদেশের তারকা ওপেনার। উইয়ান মুল্ডারের বল লেগ সাইটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন ৫৭ বলে ৪৭ রান করে। তামিমের এমন আউটে বিরক্ত বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

বিজ্ঞাপন

তামিম ইকবালের এলবিডব্লিউ আউট নিয়ে আলোচনা অনেক দিনের। জেমি সিডন্স বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর পরই বলেছিলেন, তামিম আন্তর্জাতিক ক্রিকেটে আরও বহু রান করতে পারবেন তবে তাকে সামনে পা নিয়ে খেলা নিয়ে কাজ করতে হবে। যাতে বারবার এলবিডব্লিউ থেকে রক্ষা মিলে। এই সিরিজের আগে বিষয়টি নিয়ে সিডন্সের সঙ্গে কাজও করছিলেন তামিম। তবে আজ সেই এলবিডব্লিউয়ের ফাঁদেই পড়তে হলো তাকে।

দিনের খেলা শেষে জেমি সিডন্স বলেন, ‘আমার মনে হয়, সে চার মেরে ফিফটি করতে চেয়েছিল। এ কারণেই পুরো ইনিংস সে কীভাবে খেলেছে, সেটা ভুলে গেছে। সোজা ব্যাটে সে দারুণ খেলছিল, প্যাডের সামনে ক্রস ব্যাটে নয়। তবে সে যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে, সেটা এককথায় দুর্দান্ত ছিল। তাঁর ব্যাটিং ড্রেসিংরুমকে শান্ত করেছে। যদি ইনিংসটা লম্বা হতো, তাহলে আরও ভালো হতো।’

৫৭ বলে ৪৭ রান করার পথে ৮টি চার মেরেছেন তামিম। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন। তবে সিডন্স মনে করছেন আক্রমণাত্মক ব্যাটিং তামিমের আউট হওয়ার কারণ নয়।

তিনি বলেন, ‘তামিম টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সব সময়ই আক্রমণাত্মক ব্যাটিং করে। এরপর ধীরে ধীরে সে ক্রিজে থিতু হয়। ফাস্ট বোলারের বিপক্ষে তামিম শুধু বাজে বলেই ব্যাট চালায়। ভালো বলগুলো ও ছেড়েছে, কখনো ডিফেন্স করেছে। আমার মনে হয়, ইনিংসের শুরুতে বোলাররা যখন রাউন্ড দ্য উইকেট করেছে, শান্ত (নাজমুল) ও তামিম ভালোই করেছে। আমার মনে হয় না আক্রমণাত্মক ব্যাটিং তামিমের আউটের কারণ।’

জেমি সিডন্স তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর